Advertisement
Advertisement
অসমের বন্যায় অর্থসাহায্য প্রিয়াঙ্কা চোপড়ার

ফের মানবিক প্রিয়াঙ্কা চোপড়া, বন্যাবিধ্বস্ত অসমের পাশে দাঁড়িয়ে পাঠালেন অর্থ সাহায্য

টুইট করে অনুরাগীদের অসমকে সাহায্যের আবেদন জানালেন অভিনেত্রী।

Priyanka Chopra and husband Nick Jonas send money to help flood devastated Assam
Published by: Sucheta Sengupta
  • Posted:July 28, 2020 10:07 am
  • Updated:July 29, 2020 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ এবং মানবিকতার নজির রাখলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বন্যাবিধ্বস্ত অসমের পাশে দাঁড়িয়ে পাঠালেন অর্থসাহায্য। এই কাজে তাঁকে পূর্ণ সমর্থন করেছেন স্বামী নিক জোনাস। সোমবার টুইট করে নিজের অনুরাগীদের অসমের পাশে থাকার আবেদন জানিয়েছেন পিগি চপস।

সময়ে অসমে পর্যটন বিভাগের অ্যাম্বাসডার ছিলেন বলিউড অভিনেত্রী। সেই হিসেবে দায়িত্বের কথা ভুলে যাননি তিনি। বরং অসমের বন্যার ভয়াবহ ছবি তাঁকে নিজের দায়িত্ববোধ মনে করিয়ে দিয়েছে। টুইট করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, গোটা বিশ্ব এখন মহামারীর সঙ্গে লড়ছে। কিন্তু ভারতের রাজ্য অসমকে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়তে হচ্ছে। বর্ষার প্রবল বৃষ্টিতে প্লাবিত অসম। ওদের এখন সাহায্য দরকার। অসমের জন্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তাদের প্রত্যেককে অভিনেত্রী এবং তাঁর স্বামী নিক অর্থ পাঠিয়েছেন বলে টুইটারে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেইসঙ্গে যাতে অন্যরাও নিজেদের ত্রাণ সাহায্য পাঠাতে পারেন, তার জন্য টুইটে স্বেচ্ছাসেবী সংগঠনগুলির নাম, ঠিকানাও উল্লেখ করেছেন তিনি।

[আরও পডুন: অবশেষে করোনামুক্ত ঐশ্বর্য-আরাধ্যা, অনুরাগীদের নিজেই সুখবর দিলেন অভিষেক বচ্চন]

অসমের বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের। বন্যার জলে ডুবেছে অরণ্যের ৯২ শতাংশ। শতাধিক বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। অনেকে ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়েছে। তাদের উদ্ধার করে স্বস্থানে ফেরাতে রীতিমত হিমশিম দশা বনকর্তাদের। এছাড়া ব্রহ্মপুত্র লাগোয়া প্রায় ২২ টি জেলার পরিস্থিতি বেশ খারাপ। এখনও পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০০ ছুঁইছুঁই। ত্রাণশিবিরগুলির পরিবেশও বিশেষ ভাল নয়। সেখানে ঠাঁই নেওয়া মানুষজনও অত্যন্ত সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।

[আরও পডুন: স্রেফ ইচ্ছাপূরণের জন্য আস্ত ছুরি খেয়ে ফেললেন যুবক! প্রাণ বাঁচাতে বিরল অস্ত্রোপচার এইমসে]

এই মুহূর্তে অর্থ সাহায্য খুবই প্রয়োজন। কেন্দ্র, রাজ্য সেই সাহায্য করলেও প্রয়োজনের তুলনায় তা যেন খানিকটা কমই। এই অবস্থায় বলিউড অভিনেত্রী এবং তাঁর বিদেশি স্বামীর মানবিক উদ্যোগ অসমবাসীকে অনেকটাই স্বস্তি দিল। তাঁরা রাজ্যের প্রাক্তন পর্যটন দূত তথা সেলিব্রিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement