Advertisement
Advertisement

Breaking News

ভারতকে সমর্থন করে পাকিস্তানের রোষের শিকার প্রিয়াঙ্কা

অভিনেত্রীর বিরুদ্ধে সই সংগ্রহ চলছে পাকিস্তানে৷

Priyanka attacked for support India
Published by: Sayani Sen
  • Posted:March 3, 2019 1:33 pm
  • Updated:March 3, 2019 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গিহানার পালটা জবাব দিয়েছে ভারত৷ এয়ারস্ট্রাইকের পর বায়ুসেনার সাফল্যে ধন্য ধন্য রব তুলেছে গোটা দেশ৷ আর পাঁচজন বলি সেলেবদের মতো বায়ুসেনার কৃতিত্বে খুশি প্রিয়াঙ্কা চোপড়াও৷ কিন্তু তাতেই চরম পাক হুঁশিয়ারির মুখোমুখি অভিনেত্রী৷ দাবি উঠেছে ইউনিসেফের দূতের সম্মান কেড়ে নেওয়ারও৷

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গি৷ এই ঘটনায় শহিদ হন চল্লিশেরও বেশি জওয়ান৷ তারপর থেকেই প্রতিশোধের আগুন জ্বলছিল ভারতবাসীর মনে৷ তাই ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানকে এর যোগ্য জবাব দেয় ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ-২০০০ বোমারু বিমানের হামলায় ধ্বংস করে দেওয়া হয় বালাকোটের একাধিক জঙ্গি ঘাঁটি৷ তাতে খুশি হন ভারতবাসী৷

Advertisement

[এয়ারস্ট্রাইকের পর দেশপ্রেম নিয়ে ছবির হিড়িক বলিউডে]

আর পাঁচজনের মতো বায়ুসেনার সাফল্যে গর্ব অনুভব করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷ টুইটে লেখেন ‘জয় হিন্দ’৷

আর তারপর থেকে পাকিস্তানিদের রোষের শিকার পিগি চপস৷ নেটদুনিয়ায় প্রিয়াঙ্কার টুইট নিয়ে চলছে জোর সমালোচনা৷ পাকিস্তানের বাসিন্দারা বলেন, ‘‘নিক ঘরনি ইউনিসেফের দূত৷ তার নিরপেক্ষ হওয়া উচিত৷’’ ইউনিসেফের দূত হয়ে কীভাবে এয়ারস্ট্রাইকের পর ‘জয় হিন্দ’ লিখে টুইট করতে পারেন বলেও প্রশ্ন তাঁদের৷ শুধু টুইটে সমালোচনার ঝড় তুলেই থেমে থাকেননি পাকিস্তানিরা৷ প্রিয়াঙ্কাকে ইউনিসেফের দূত আর রাখা যাবে না বলেও দাবি তাদের৷ স্বপক্ষে নেটদুনিয়ায় সই সংগ্রহেরও কাজ শুরু করেছে পাকিস্তানের নেটিজেনরা৷ ইতিমধ্যেই কয়েক হাজার পাকিস্তানি নাকি ওই পিটিশনে সইও করেছেন৷

[এয়ারস্ট্রাইক নিয়ে মোদির সমালোচনা, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার স্বরা]

পাকিস্তানিদের সমালোচনা নিয়ে যদিও বিন্দু মাত্র মাথাব্যথা নেই কোয়ান্টিকো অভিনেত্রীর৷ তাই তো এ বিষয়ে এখনও একটি শব্দও খরচ করেননি প্রিয়াঙ্কা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement