Advertisement
Advertisement

ত্রিকোণ সম্পর্কের কাহিনি নিয়ে আসছে ‘প্রেম আমার ২’

নেটদুনিয়ায় ঝড় তুলেছে ছবির ট্রেলার৷

Prem amar 2 trailer release
Published by: Sayani Sen
  • Posted:January 5, 2019 4:20 pm
  • Updated:January 5, 2019 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় প্রেমের জোয়ার৷ পূজা এবং অদ্রিতের প্রেম নিয়েই এখন চলছে জোর গুঞ্জন৷ ভাবছেন তো এরা আবার কে? তবে কী টলিউডের নতুন কোনও মুখের প্রেম নিয়ে আলোচনা চলছে? মোটেও না, কথা বলছি ‘প্রেম আমার ২’ নিয়ে৷ নতুন এই ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷

[স্বস্তিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল? জানালেন অনির্বাণ]

একসময় রাজ চক্রবর্তীর ‘প্রেম আমার’ নিয়ে টলিউডে আলোচনা হয়েছিল যথেষ্ট৷ সোহম-পায়েল জুটিকে আপন করে নিয়েছিলেন দর্শকরা৷ এবার আসতে চলেছে তারই সিক্যুয়েল৷ তবে এবার আর নায়ক-নায়িকার ভূমিকা দেখা যাবে না পুরনো জুটিকে৷ সিক্যুয়েলটির জন্য আগে শোনা গিয়েছিল মিমি, সোহম কিংবা আবির-পায়েলকে নেওয়া হবে৷ তবে প্রযোজকের ইচ্ছে ছিল ফ্রেশ জুটি দিয়ে সিক্যুয়েল তৈরি করার৷ তাই এবার নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাবে পূজা এবং অদ্রিতকে৷ জেনওয়াইয়ের ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে এগিয়ে চলবে ছবির চিত্রনাট্য৷ প্রেমের গল্প তো বটেই তবে তার সঙ্গে থাকছে রহস্য, ট্র্যাজেডি৷ অদ্রিত-পূজার কেমিস্ট্রিকে নতুন সংজ্ঞা দেওয়ার দায়িত্বই রয়েছে রাজ চক্রবর্তীর কাঁধে৷

Advertisement

[‘ভবিষ্যতের ভূত’-এর ট্রেলার দেখলে চমকে যাবেন]

ট্রেলারে দেখা গিয়েছে, পূজা আর অদ্রিত পাড়ায় নতুন এসেছে৷ আসতে না আসতেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প৷ অন্যদিকে, সৌম্য তাদের মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়াবে, ট্রেলারের শুরুতে এমনটা প্রথমদিকে মনে হয়েছে৷ পরের দিকে পূজা আর অদ্রিতের ভালবাসার বিরুদ্ধে রুখে দাঁড়াবে দু’জনের পরিবারও৷ পরিবারের বাধা পেরিয়ে পরিণতি পাবে দু’জনের প্রেম নাকি ভেঙে যাবে দু’জনের সম্পর্ক? এই প্রশ্নেই উত্তর দেবে ‘প্রেম আমার ২’৷

[ওপারে ‘বিসর্জন’, একই দিনে এপারে মুক্তি সিক্যুয়েল ‘বিজয়া’র]

রাজের সঙ্গে বাংলাদেশের ‘জ্যাজ মাল্টিমিডিয়া’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে৷ ছবির পরিচালনায় রয়েছেন বিদুলা ভট্টাচার্য৷ আগামী ২৫ জানুযারি মুক্তি পেতে চলেছে ‘প্রেম আমার টু’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement