Advertisement
Advertisement
Kareena Kapoor

বিজ্ঞাপনের শুটিংয়ে উন্মুক্ত বেবি বাম্প, নেটদুনিয়ায় ভাইরাল অন্তঃসত্ত্বা করিনার ছবি

নায়িকার ক্যাপশনে মুগ্ধ নেটিজেনরা।

Pregnant Kareena Kapoor shows her baby bump in latest Instagram picture | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 14, 2020 5:51 pm
  • Updated:December 14, 2020 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) কালে অন্তঃসত্ত্বা হয়েছেন। তবে এক জায়গায় থিতু হয়ে বসার পাত্রী নন করিনা কাপুর (Kareena Kapoor)। কখনও স্বামী সইফ ও ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন বেড়াতে, কখনও আবার নিজে পৌঁছে যাচ্ছেন শুটিং ফ্লোরে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চড্ডা’র শুটিং শেষ করেছেন। এবার বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন অভিনেত্রী।

সোমবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবিটি পোস্ট করেছেন করিনা। ক্যাপশনে লিখেছেন “সেটে আমরা দু’জন”। স্পোর্টস ব্র্যান্ড পিউমা’র জন্য এই বিজ্ঞাপনটির শুটিং করেছেন করিনা। পরনে ওয়ার্ক আউট পোশাক। তাতেই মধ্যপ্রদেশের স্ফিত অংশ ক্যামেরার সামনে উন্মুক্ত হয়েছে। করিনার এই ছবিতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারকাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Advertisement

[আরও পড়ুন: তামিলভূমের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন, জানিয়ে দিলেন কমল হাসান]

২০১২ সালে পাতৌদির নবাব পরিবারের বধূ হিসেবে পা রেখেছিলেন করিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম দেন। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়া রীতিমতো তারকা তকমা পেয়েছে ছোট্ট তৈমুর। তাঁর হাসি, খেলা, মা-বাবার সঙ্গে মিলে খেলা করা, সমস্ত খবরই সংবাদ মাধ্যমের শিরোনামে একাধিকবার উঠে এসেছে। ছেলের জনপ্রিয়তা সামলাতে বেশ বেগ পেতে হয় সইফ ও করিনাকে। এমন পরিস্থিতিতেই আগস্ট মাসে দ্বিতীয় সন্তানের আগমন বার্তা দিয়েছিলেন। সেই থেকে করিনার দ্বিতীয় সন্তানকে নিয়েও অনুরাগী মহলে আগ্রহ তুঙ্গে। সোমবার করিনার দাদু অর্থাৎ রাজ কাপুরের জন্মদিন। বাবা রণধীর কাপুরের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন করিনা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

[আরও পড়ুন: প্রিয় হিরের দুলটি হারিয়েছেন বিমানবন্দরে, খুঁজে পেতে টুইটারে সাহায্য চাইলেন জুহি চাওলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement