Advertisement
Advertisement

Breaking News

Chaalchitro

সবচেয়ে বড় পোস্টারে তাক লাগালেন পরিচালক প্রতিম! চর্চায় ‘চালচিত্র’

চোখধাঁধানো পোস্টারে পুলিশের ভূমিকায় টোটা, শান্তনু, অনির্বাণ, ইন্দ্রজিৎরা।

Pratim D Gupta helmed Tota starrer Chaalchitro Poster launch
Published by: Sandipta Bhanja
  • Posted:November 14, 2024 6:12 pm
  • Updated:November 14, 2024 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার দিনই ‘চালচিত্র’র (Chaalchitro) টিজার প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছিলেন প্রতিম ডি গুপ্ত। এবার প্রকাশ্যে এল তাঁর থ্রিলার ছবি ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’-এর পোস্টার। সল্টলেক সিটি সেন্টারে শহরের সবচেয়ে বড় সিনেপোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, পরিচালক প্রতিম ডি গুপ্ত এবং প্রযোজক ফিরদৌসুল হাসান।

বিশালাকার এই পোস্টারে চার পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে টোটা, অনির্বাণ, শান্তনু এবং ইন্দ্রজিৎকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চার পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। যে টিমের নেতৃত্বে কণিষ্কের চরিত্রে রয়েছেন টোটা। প্রতিম ডি. গুপ্ত বরাবরই ছবির গল্পে মনস্তত্ত্বের পাঠ দিতে পারদর্শী। প্রতিম ডি গুপ্তর এই ছবিতে উঠে আসবে কলকাতার বুকে ধারাবাহিক খুনের তদন্তের কথা। রহস্য-রোমাঞ্চের মোড়কে আগেই টিজারে পরিচালক দেখিয়েছেন যে, এই গল্পে মহিলারাই একের পর এক টার্গেট হচ্ছেন। আর দৃষ্যায়নের নেপথ্যে শোনা যাচ্ছে চণ্ডীপাঠ। এই ছবি অন্যান্য বাংলা ছবির থেকে অনেকটাই আলাদা, সেটার ইঙ্গিত তখনই মিলেছে।

Advertisement

গল্পটা কীরকম? নারীদের নিরাপত্তার কথা উঠে আসবে এখানে। পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুনের তদন্তকে ঘিরে এই ছবির গল্প এগোবে। এই ছবিতে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তাঁর চরিত্রটি যে বেশ ডার্ক। তা ঝলকেই ইঙ্গিত রয়েছে। এই ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, প্রিয়া বন্দ্যোপাধ্যায়। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। সিনেমার কাস্টিং রীতিমতো চোখধাঁধানো, তা বলাই বাহুল্য।

সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। চিত্রসম্পাদনা করেছেন অন্তরা লাহিড়ী। কস্টিউম ডিজাইনার জাতীয় পুরস্কার বিজয়ী সাবর্ণী দাস। শিল্প নির্দেশনায় আনন্দ আঢ্য এবং সাউন্ড মিক্সিংয়ে অনিন্দিত রায় ৷ তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। পোস্টার লঞ্চের অনুষ্ঠানে তিনি জানালেন, “সবাই বলেন আমাদের কাছে সবচেয়ে বড় সিনেমা আছে কিংবা সবচেয়ে বড় গান আছে। আমাদের ছবিতেও অনেক নতুন চমক আছে, কিন্তু আমরা সবচেয়ে বড় পোস্টার দিয়ে প্রচার শুরু করছি ৷” আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement