Advertisement
Advertisement
Prakash Raj

‘চাঁদে চাওয়ালা’ কার্টুন বিতর্ক অতীত! চন্দ্রযান সাফল্যে করজোড়ে ইসরোকে কুর্নিশ প্রকাশ রাজের

ইসরোকে শুভেচ্ছা জানিয়ে ড্যামেজ কন্ট্রোল অভিনেতার।

Prakash Raj thanks ISRO for Chandrayaan-3's moon landing after 'chaiwala' row | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 24, 2023 9:46 am
  • Updated:August 24, 2023 9:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টা আগেই ‘চাঁদে চাওয়ালা’ কার্টুন পোস্ট করে বিতর্কের শিরেনোমে পৌঁছেছিলেন প্রকাশ রাজ, আর দিন দুয়েক যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে ইসরোর মহাকাশবিজ্ঞানীদের কাছে মাথানত করলেন অভিনেতা। চন্দ্রযান ৩-র সাফল্যের জন্য করজোড়ে তাঁদের কুর্নিশ জানালেন প্রকাশ রাজ।

প্রসঙ্গত, মহাকাশে যেখানে ইতিহাস তৈরির অপেক্ষায় প্রহর গুনছিল গোটা দেশ, সেখানে চাঁদে মালয়ালি চা বিক্রেতার কার্টুন পোস্ট করে খাল কেটে কুমির ডাকার মতোই বিতর্ককে আহ্বান জানিয়েছিলেন প্রকাশ রাজ। কিন্তু দু’রাত্রির পোহাতেই ইসরোর সাফল্যের পর মতবদল অভিনেতার। যে পোস্টের জেরে হিন্দু সংগঠনের কাছে খোলা হুমকির মুখেও পড়তে হয়েছিল প্রকাশকে। কর্ণাটকের এক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল হিন্দু সংগঠনের তরফে। চন্দ্রযান মিশন নিয়ে বিতর্কিত কথা বলায় চড়াও হয়েছিল নেটপাড়ার একাংশও। এবার সেই অভিনেতাই কিনা ইসরোকে শুভেচ্ছা জানিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন।

Advertisement

প্রকাশ রাজ লিখলেন, “ভারত ও দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত। ধন্যবাদ ইসরো, চন্দ্রযান ৩, বিক্রম ল্যান্ডার এবং আরও সকলকে যাঁরা এই মিশনকে সফল করেছেন। অজানা মহাকাশকে আবিষ্কার করতে সক্ষম হোক, এই আশাই করি।”

[আরও পড়ুন: চাঁদে ‘বিক্রম’, পড়ে রইল হতাশ ‘বেতাল’! এ কী কাণ্ড মীরের?]

উল্লেখ্য, দিন দুয়েক আগে চায়েওয়ালা কার্টুনের ক্যাপশনে প্রকাশ রাজ লিখেছিলেন, “ব্রেকিং নিউজ:- বিক্রম লান্ডেরের পাঠানো চাঁদ থেকে পাঠানো প্রথম ছবি।” এতেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। অভিনেতার নিন্দায় মুখর হন অনেকে। একযোগে অভিযোগ করেন, এই সময়টা ব্যঙ্গ, বিদ্রুপ বা ভেদাভেদের নয়, বরং একসঙ্গে প্রার্থনা করার। এবার চন্দ্রযান ৩-র সাফল্যের পর সেই তিনিই ইসরোর কাছে নতজানু হলেন।

[আরও পড়ুন: ‘জয় হিন্দ, আমরা এখন চাঁদের দেশে’, চন্দ্রযান ৩-র সাফল্যে উচ্ছ্বসিত টলি-বলি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement