সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে জড়াল ববি দেওল (Bobby Deol) অভিনীত ‘আশ্রম’ ওয়েব সিরিজটি। প্রকাশ ঝা (Prakash Jha) পরিচালিত ওয়েব সিরিজটিতে এক হিন্দু ধর্মগুরুর ভূমিকায় অভিনয় করেছেন ববি। কিন্তু সেখানে চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তাতে সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসীদের ভাবাবেগে আঘাত লেগেছে। এই অভিযোগে যোধপুর জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করলেন কুশ খাণ্ডেলওয়াল নামে এক আইনজীবী। ইতিমধ্যে আদালত মামলাটি গ্রহণ করে দু’জনকে এই মামলায় নোটিসও পাঠিয়েছে। শুধু তাই নয়, টুইটারে এটি বয়কটের ডাকও দিয়েছেন অনেক নেটিজেন। ইতিমধ্যে ট্রেন্ডিং #BanAashramWebseries হ্যাশট্যাগটি।
চলতি বছরের আগস্ট মাসেই ‘আশ্রম’ (Aashram) সিরিজের প্রথম অধ্যায় প্রকাশ্যে এসেছিল। যেখানে মূলত ‘বাবা নিরালা’কে (ববি দেওল) দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু শেষে তাঁর ভাল মানুষের মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করে মন্টি ওরফে বাবা নিরালা। এর পরের কাহিনিই তুলে ধরা হয় ‘আশ্রম চ্যাপ্টার ২’তে।
কিন্তু গোটা ওয়েব সিরিজটিতেই এভাবে একজন স্বঘোষিত ধর্মগুরুকে ধর্ষক, দুর্নীতিগ্রস্থ, মাদক পাচারকারী হিসেবে দেখানোতেই নিজের আপত্তির কথা জানান ওই আইনজীবী। ববি দেওলের চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে, তাতে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে। কারণ হিন্দু ধর্মে সাধুদের পুজো করা হয়। তাই আদালতে তিনি মামলা দায়ের করেছেন। এর আগে পুলিশে অভিযোগ দায়ের করতে গেলেও, খাণ্ডেলওয়ালের অভিযোগ গ্রহণ করেননি পুলিশ আধিকারিকরা। এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ওই আইনজীবী।
এদিকে, ইতিমধ্যে টুইটারে ‘আশ্রম’ ওয়েবসিরিজটি বয়কটের ডাকও দিয়েছেন অনেক নেটিজেন। ইতিমধ্যে ট্রেন্ডিংও হয়েছে #BanAashramWebseries হ্যাশট্যাগটি। অনেকেই এটির সমালোচনা করে পোস্ট করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে ওয়েব সিরিজটির নাম।
Can Prakhash Jha and Habib Faisal dare to make a film on the madrasa and show it in a bad light, then how did they dare to make “Ashram”?!
All this is happening due to the inaction of Hindus towards their Sanatan Dharma. #BanAashramWebseries pic.twitter.com/XqghSN5S9u— 🕉🇮🇪 Deepak🇮🇪🕉 (@mragwani_deepak) December 16, 2020
Absolutely #BanAashramWebseries https://t.co/VpcnFGwRZE pic.twitter.com/xQohn7KTQs
— Visheshta Kaur (@visheshta_kaur) December 16, 2020
The web series Aasharm produced by Prakash Jha insults Hinduism, Guru and Ashram tradition. Therefore, it should be banned immediately and Prakash Jha should be arrested immediately for hurting religious sentiments.#BanAashramWebseries pic.twitter.com/7Esebmp6Gk
— SANDEEPKEDIA (@Sandeep06424827) December 16, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.