Advertisement
Advertisement

Breaking News

Adipurush Prabhash

হাতে ধারালো অস্ত্র, একের পর এক খুন, ‘আদিপুরুষে’র ব্যর্থতা ঢাকতে ভোল পালটালেন প্রভাস!

ছবিতে প্রভাসের নায়িকা শ্রুতি হাসান।

Prabhas' 'Salaar' update is here, film's teaser to release on THIS date| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 3, 2023 3:13 pm
  • Updated:July 3, 2023 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবি ফ্লপ। ‘আদিপুরুষ’ তো ডাহা ফ্লপ বক্স অফিসে। তবুও পারিশ্রমিক কিন্তু কমাচ্ছেন না দক্ষিণী তারকা প্রভাস। পর পর ছবি সইও করছেন। আর এবার দেখুন ‘আদিপুরুষে’র ব্যর্থতা ঢাকতে একেবারে অ্য়াকশন অবতারে!

মঙ্গলবারই প্রকাশ্য়ে এল প্রভাসের নতুন ছবি সালার-এর ফার্স্টলুক। সাদা কালো পোস্টারে প্রভাসের হাতে ধারালো অস্ত্র। ‘আদিপুরুষে’র রামের অবতার একেবারে ঝেড়ে ফেলে প্রভাস যেন আবার ‘বাহুবলী’। ছবিটির টিজার মুক্তি পাবে ৬ জুলাই। ছবিটির পরিচালক প্রশান্ত নীল।

Advertisement

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়েও আপত্তি উঠেছিল। তা পরে পালটে দেওয়া হয়। তন্ময় বসুর অভিযোগ, সেগুলি জোড়াতাপ্পি দেওয়ার মতো কাজ করা হয়েছে। আর এমন সিনেমা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই নেপালে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ ছবি নিষিদ্ধ করা হয়েছে। সে বিষয়ও এই অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমন ছবির প্রদর্শন বন্ধ হওয়া উচিত বলেও জানানো হয়েছে।

[আরও পড়ুন: রহস্যের ঘেরাটোপে রণবীর-দীপিকা-রামচরণ, সিনেমা না বিজ্ঞাপন? ভিডিও দেখে উঠছে প্রশ্ন]

“‘আদিপুরুষ’-এ রাম, রামায়ণ-এর অপমান”- অভিযোগ তুলে দিন কয়েক আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা। সেখানে আবার অভিযোগ, “বজরংবলী এবং রাবণকে আদ্যোন্ত বিকৃত করে দেখানো হয়েছে।

[আরও পড়ুন: চুমুতে ভালবাসার অঙ্গীকার, চার্চে গিয়ে জার্মান প্রেমিকের সঙ্গে বিয়ে বাঙালি অভিনেত্রীর ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement