Advertisement
Advertisement

Breaking News

Adipurush Teaser

‘লঙ্কেশ’ সইফের মুখোমুখি ‘রাঘব’ প্রভাস, ‘আদিপুরুষ’ ছবির টিজারে ‘জয় শ্রী রাম’ স্লোগান

নতুন রূপে মহাকাব্য রামায়ণ।

Prabhas, Saif Ali Khan, Kriti Sanon starrer Adipurush Teaser is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 2, 2022 8:34 pm
  • Updated:October 2, 2022 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন রূপে মহাকাব্য রামায়ণ। রাম-রাবণের যুদ্ধ এবার দেখা যাবে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিতে। আবারও এক ম্যাগনাম অপাসের নায়ক প্রভাস (Prabhas)। এবার তিনি হয়েছেন রাঘব। আর তাঁর বিপরীতে লঙ্কেশের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান (Saif Ali Khan)। মহাসপ্তমীর দিনই প্রকাশ্যে এল ছবির টিজার। 

Adipurush2

Advertisement

এক ‘বাহুবলী’ সিনেমায় সারা ভারতের চোখের মণি হয়ে ওঠেন প্রভাস। তবে তারপর ‘সাহো’, ‘রাধে শ্যাম’ তেমন প্রশংসা পায়নি। এবার আবারও লার্জার দ্যান লাইফ চরিত্রে তারকা। রাঘব অর্থাৎ রামরূপে বেশ মানিয়েছে তাঁকে। টিজারের ভিজ্যুয়ার এফেক্টও বেশ নজকাড়া। কখনও জলের নিচে রাঘবকে তপস্যারত অবস্থায় দেখানো হয়েছে, কখনও আবার ধনুর্ধর হিসেবে তিনি ক্যামেরার সামনে এসেছেন। 

Adipurush2

[আরও পড়ুন: যেখানে বাঙালি, সেখানেই উৎসব, মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোয় নজরকাড়া রানি-কাজল]

লঙ্কেশ অর্থাৎ রাবণের চরিত্রে সইফ আলাদাভাবে নজর কেড়েছেন। খল চরিত্রে বেশ মানায় বলিউডের নবাবকে। এর আগে ‘ওমকারা’ সিনেমায় ল্যাংড়াত্যাগী হিসেবে তিনি দর্শকদের প্রশংসা পেয়েছেন। পরিচালক ওম রাউতের ‘তানহাজি’ সিনেমাতেও উদয়ভান সিং রাঠোর হিসেবেও দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার দশানন রাবণ হিসেবে দিব্যি মানিয়ে গিয়েছে তাঁকে। 

Adipurush3

ছবিতে জানকী অর্থাৎ সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতী স্যানন। কিছুদিন আগে খবর রটে যায় প্রভাসের সঙ্গে নাকি প্রেম করছেন কৃতী। ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং ফ্লোরে কৃতী ও প্রভাস নাকি কাজের ফাঁকে আড্ডা মারতেন। দু’জনেই নাকি ঘণ্টার পর ঘণ্টা মেকআপ ভ্যানে বসে থাকতেন। তাতেই ছড়িয়ে পড়ে এই গুঞ্জন।

Adipurush4

এমনকী, ‘কফি উইথ করণ’ শোয়ে এসেও কৃতী প্রভাসকেই ফোন করেন। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের দাবি, ‘আদিপুরুষ’ ছবির প্রচারের জন্যই এমনটা করেছিলেন তিনি। সে যাই হোক, দু’জনের অনস্ক্রিন রসায়ন বেশ ভাল। আর তা বড়পর্দায় দেখা যাবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১২ জানুয়ারি।

[আরও পড়ুন: জমল না ‘বোধন’, দুর্বল চিত্রনাট্যে ভরাডুবি ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement