Advertisement
Advertisement

Breaking News

Adipurush

প্রকাশ্যে বহুপ্রতীক্ষিত ‘আদিপুরুষ’-এর ট্রেলার, রাম-সীতা ‘প্রাণহীন’ হলেও নজর কাড়লেন রাবণ

যদি ভিএফএক্সের কাজ দেখতে চান, তাহলে এ ট্রেলার ভাল লাগতে বাধ্য।

Prabhas, Kriti Sanon starrer Adipurush Trailer OUT | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 9, 2023 5:29 pm
  • Updated:May 9, 2023 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। বড়পর্দায় সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আবির্ভাব ঘটতে চলেছে রামের। যার ট্রেলার মুক্তি পেল মঙ্গলবার। হ্যাঁ, ঠিক ধরেছেন। বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ’-এর ট্রেলার প্রকাশ্যে এল।

পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ঘিরে প্রথম থেকেই সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। একে একে সামনে এসেছে রাম, সীতা, রাবণের পোস্টার। রামের ভূমিকায় প্রভাস এবং রাবণ রূপী সইফ আলি খান (Saif Ali Khan) তুমুল সমালোচনার মুখে পড়েন। সীতার চরিত্রে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয় কৃতী স্যাননকেও। এমনকী, ছবি নিষিদ্ধ করার ডাকও তুলেছিল রামমন্দিরের প্রধান পুরোহিত। তবে হাজার সমালোচনা উপেক্ষা করেই মুক্তি পেল ‘আদিপুরুষে’র ট্রেলার। মন কাড়ল ট্রেলার?

Advertisement

adipurush.jpg1

[আরও পড়ুন: ‘না জেনে লিখে এনে বড় বড় ভাষণ’, নাম না করে শাহর কবিপ্রণাম নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর]

প্রথমেই বলে রাখা ভাল টিভির পর্দায় যে ‘রামায়ণ’ দেখেছেন, তার সঙ্গে এর কোনওভাবেই তুলনা চলবে না। এখানে মূলত যোদ্ধা হিসেবে তুলে ধরা হয়েছে রামকে। তবে শ্রীরামের যে ছবি হিন্দু তথা ভারতীয়দের মননে রয়েছে, তার থেকে সহস্রগুণ দূরে থেকে গিয়েছেন প্রভাস। স্ক্রিনে ভীষণ কাঠকাঠ এবং মেকি দেখাচ্ছে তাঁকে। রামের স্নিগ্ধতা, নির্মল হাসি, ঐশ্বরিক দ্যূতি- কিছুই দেখতে পাওয়া গেল না। এমনকী সীতার সঙ্গে প্রেমের দৃশ্যও বড়ই সাজানো গোছের। গোটা ট্রেলারে ভিএফএক্সের প্রভাব এতটাই বেশি যে দেখে মনে হচ্ছে চরিত্রগুলি যেন ভিডিও গেমের। কারও মধ্যেই তেমন প্রাণ নেই। তবে রাবণের ভূমিকায় নজর কাড়লেন সঈফ আলি খান। তিনিই এই ট্রেলারের সেরা আকর্ষণ।

তবে যদি ভিএফএক্সের কাজ দেখতে চান, তাহলে এ ট্রেলার ভাল লাগতে বাধ্য। সেই সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি তুলে ‘রামায়ণে’র আবহ তৈরি করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তবে ট্রেলার দেখে তো আর গোটা ছবি কেমন হবে, তা বিচার করা যায় না। তার জন্য ১৬ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

[আরও পড়ুন: আইপিএলেও ডিএ প্রতিবাদ, ব্যানার হাতে ইডেনে ম্যাচ দেখতে হাজির সরকারি কর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement