Advertisement
Advertisement

Breaking News

Prabhas

অসুস্থ প্রভাস, সেই কারণেই কি পিছিয়ে গেল কৃতীর সঙ্গে বাগদান?

'আদিপুরুষ' ছবিতে জুটি বাঁধছেন কৃতী ও প্রভাস।

Prabhas faces health issues cancels shoots to focus on recovery| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 9, 2023 7:34 pm
  • Updated:February 9, 2023 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে জ্বরে কাবু দক্ষিণী সুপারস্টার প্রভাস। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রভাস এতটাই অসুস্থ যে, তাঁকে ভরতিও করা হয়েছিল হাসপাতালে। তবে আপাতত, আগের থেকে কিছুটা সুস্থ প্রভাস। ডাক্তারের পরামর্শে রয়েছেন বিশ্রামে। জ্বর কমেনি। প্রভাসের অসুস্থতার কারণে বাতিল হয়েছে তাঁর ছবির শুটিংয়ের কাজ। এমনকী, শোনা যাচ্ছে অসুস্থতার কারণেই কৃতী স্যাননের সঙ্গে বাগদান অনুষ্ঠানও বাতিল হয়েছে!

আসলে বেশ কয়েকমাস ধরেই বলিপাড়ায় জোর গুঞ্জন। সুন্দরী কৃতী স্যানন নাকি প্রভাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। উলটো দিকের অবস্থাও একই। শোনা যাচ্ছে, চলতি মাসেই নাকি এনগেজমেন্ট সেরে ফেললেন কৃতী ও প্রভাস। কিন্তু হঠাৎ করেই জ্বরে কাবু হলেন ‘বাহুবলী’।

Advertisement

[আরও পড়ুন: ফের দুজনে প্রেম করছেন? সারা-কার্তিকের ভিডিও প্রকাশ্যে আসতেই তুঙ্গে জল্পনা ]

তবে এই বাগদান পর্ব নিয়ে খোলাখুলি কিছু না বললেও, সম্প্রতি ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট দিয়েছেন কৃতী স্যানন। কৃতী ওপরা উইনফ্রের একটি রিল শেয়ার করেন, যেখানে ওপরা বলছেন, ‘কোনও এক পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন, সেই একই পদক্ষেপ অন্যদের থেকে আশা করলে আপনি নিজেই হতাশ হবেন। প্রত্যেকে নিজের মতো আচরণ করে, তাঁদের সে ভাবেই গ্রহণ করতে হবে। সেটা না করতে পারলে নিজেকেই প্রভাবিত হতে হবে।’

এ দিকে মুক্তির অপেক্ষায় ওম রাউতয়ের ছবি ‘আদিপুরুষ’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান। রামায়ণের গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। যেখানে নজর পড়েছে কৃতী ও প্রভাসের রসায়ন।

[আরও পড়ুন: ‘আদিল বাচ্চা ছেলে, ওকে ক্ষমা করে দাও!’ শাশুড়ির থেকে ফোন পেয়ে রেগে আগুন রাখি সাওয়ান্ত ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement