Advertisement
Advertisement

Breaking News

Kaagaz trailer

বেঁচে থাকার প্রমাণ নেই পঙ্কজ ত্রিপাঠির! বাস্তবের গল্প নিয়ে প্রকাশ্যে ‘কাগজ’ ছবির ট্রেলার

ছবির অন্যতম প্রযোজক সলমন খান, কোথায় দেখা যাবে জানেন?

Powerhouse actor Pankaj Tripathi depicts real character in Zee5 original film Kaagaz’s trailer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 25, 2020 2:40 pm
  • Updated:December 25, 2020 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পে কাদম্বিনীকে “মরিয়া প্রমাণ” করতে হয়েছিল সে জীবিত। কিন্তু বাস্তব জীবনে এই সমস্যার মোকাবিলা করে নিজের বাঁচার অধিকার ছিনিয়ে এনেছিলেন উত্তর প্রদেশের লাল বিহারী (Lal Bihari)। ব্যাংক ঋণের জন্য আবেদন জানাতে গিয়ে লাল বিহারী জানতে পেরেছিলেন সরকারি কাগজ অনুযায়ী তিনি মৃত। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সরকারি অফিসারকে ঘুষ দিয়ে এই কাজ করিয়েছিলেন তাঁরই এক নিকটাত্মীয়। ১৯৭৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ‘মৃতক’ পরিচয় ছিল লাল বিহারীর। কিন্তু হাল ছাড়েননি আজমগড় জেলার ছাপোষা মধ্যবিত্ত। প্রশাসনের বিরুদ্ধে বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে গিয়েছেন ‘মৃতক সংঘ’ গঠন করে। এখন সেই সংগঠনের সদস্যসংখ্যা ২০ হাজারেরও বেশি। নিজের পরিচয়ের অধিকার পেলেও বাকিদের হয়ে লড়ে যাচ্ছেন লাল বিহারী।

Advertisement

[আরও পড়ুন: সান্তাকে লেখা প্রসেনজিতের চিঠি থেকে সলমনের বিশেষ ভিডিও, দেখুন তারকাদের বড়দিন]

২০১২ সালে লাল বিহারীর কাহিনি পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নেন পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। প্রথমে ছবির নাম ঠিক হয়েছিল ‘মৃতক’। পরে তা পালটে হয় ‘কাগজ’ (Kaagaz)। ছবির প্রযোজনায় অংশীদার হন সলমন খান (Salman Khan)। আর পর্দায় ভরত হিসেবে লাল বিহারীর চরিত্র ফুটিয়ে তোলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। সময়ের সঙ্গে নিজেকে বলিউডে অপরিহার্য করে তুলেছেন পাওয়ার হাউস অ্যাক্টর। করোনা (Corona Virus) পরিস্থিতি শুরু হওয়ার ঠিক আগেই ছবির শুটিং শেষ হয়। পঙ্কজ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুজরাটি অভিনেত্রী মোনাল গজ্জর, হিন্দি টেলিভিশন অভিনেতা অমর উপাধ্যায়। পরিচালক সতীশ কৌশিক নিজেও অভিনয় করেছেন আইনজীবীর ভূমিকায়। ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। বাস্তব এই সমস্যাকে বহুদিন ধরে তিল তিল করে সিনেমার আকারে তুলে ধরেছেন। নতুন বছরের প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ জানুয়ারি Zee5 প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাওয়ার কথা।  

[আরও পড়ুন: শুটিং সেটে দেবের জন্মদিনের সেলিব্রেশনে রুক্মিণী, প্রকাশ্যে ‘তুমি দেব, তুমি সুপারস্টার’ ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement