Advertisement
Advertisement

Breaking News

Pori Moni

নতুন নারীকে সঙ্গে নিয়ে কলকাতায় পরীমণির স্বামী শরিফুল রাজ, ইডেনে বসে দেখছেন বিশ্বকাপ!

কেউ এই নতুন সঙ্গী?

Pori Moni's Husband shariful razz seen with a girl in eden garden| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 30, 2023 8:26 pm
  • Updated:October 30, 2023 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শরিফুল রাজের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। তা নিয়ে দুই বাংলার বিনোদন জগতে তুমুল হইচই। সোশাল মিডিয়ায় বার বার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। এমনকী, ছেলে রাজ্যকে বুকে টেনে নিয়ে একাই মানুষ করছেন অভিনেত্রী। ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় ছড়িয়ে গেল একটি ছবি। যেখানে দেখা গেল ইডেনে বসে বিশ্বকাপ দেখছেন রাজ। সঙ্গে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী! তা কে এই মন্দিরা? শরিফুলের নতুন প্রেমিকা?

গপ্পোটা একটু খোলসা করে বলা যাক বরং। শীঘ্রই মুক্তি পেতে চলেছে শরিফুলের নতুন ছবি ‘কাজল রেখা’। এই ছবিতেই শরিফুলের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীকে। ইডেনে খেলা দেখার মাঝে নতুন এই ছবির প্রচারও করলেন শরিফুল রাজ। একেই বলে রথ দেখা ও কলা বেচা একসঙ্গে।

Advertisement

[আরও পড়ুন: ঠান্ডা মাথায় খুন ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি? রহস্য দানা বাঁধতেই প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট]

সম্প্রতি নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্য়াচের দিনও ইডেনে দেখা গিয়েছিল তাঁদের। এবার মঙ্গলবার বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলাও দেখবেন তাঁরা। ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী।

২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিয়ে করেন পরীমণি। সেই সময় অন্তঃসত্ত্বাও ছিলেন অভিনেত্রী। নানা সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজাড় করতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালের আগস্ট মাসে পুত্র সন্তানের মাও হন তিনি। ভালোই চলছিল সংসার। তবে ফের পরীমণির জীবনে ঝড়। ফের ভাঙল অভিনেত্রীর ঘর।

পরীমণির জীবনে ঝড়ের যেন শেষ নয়। মাদক বিতর্ক থেকে বেরিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সুখের সংসার শুরু করেছিলেন। কোল জুড়ে রয়েছে ছোট্ট সন্তান রাজ্য। তারই মাঝে যেন ফের কপাল পুড়ল বাংলাদেশের এই বিতর্কিত অভিনেত্রীর। এর আগেও বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে পরীমণি জানিয়েছিলেন, ”২৪ ঘণ্টার মধ্য়ে রাজের সঙ্গে ডিভোর্স চাই। রাজ যেন আমাকে ডিভোর্স দেয়। আমি রাজের স্ত্রী নয়, বরং রাজ্যর মা হয়ে বেঁচে থাকতে চাই। এই পরিচয়টাই একমাত্র সত্য। ”

তাঁর কথায় “যে মানুষ জনসমক্ষে আমায় অসম্মান করে তেমন ফেক মানুষের সঙ্গে আমি থাকতে চাই না। আর বাচ্চার দায়িত্ব এক জনকে দিয়ে ঘুরে বেড়াবে রাজ, তা তো হয় না। এই সব কিছুই থেকে যাবে রাজ্য বড় হয়ে দেখবে।” রাজকে রীতিমতো হুমকি দিলেন পরীমণি।

প্রসঙ্গত, এর আগে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন অভিনেত্রী। সম্প্রতি আবার স্বামীর সঙ্গে অন্য নায়িকার নাম জড়ানোয় চটে গিয়ে ফেসবুকে পোস্ট করেন। পরকীয়ার অভিযোগও শোনা যায় পরীমণির স্বামী রাজের বিরুদ্ধে। তবে ছেলে রাজ্যর কথা ভেবেই নাকি একছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ-পরীমণি। তবে এবার বাংলাদেশী অভিনেত্রী যা বললেন, তাতে তোলপাড় দুই বাংলা।

স্বামী শরিফুল রাজের সঙ্গে নাকি শারীরিক কিংবা মানসিক কোনও সম্পর্কই নেই পরীমণির। নিজমুখেই সেকথা জানিয়েছেন তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে। ঝামেলার সূত্রপাত গত ২৯ মে। শরিফুলের ফোন থেকে তানজিন তিশা, নাজিফা তুষি, সুনেহরা বিনতে কামালের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনার পর রাজের সাফাই, তিনি এসবের কিছুই জানেন না। অভিনেত্রীদের দাবি, পরীমণির কারসাজি এসব। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন পরীমণি।

অভিনেত্রী সাফ জানান, “আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন। এটাই আমার শুনতে ভাল লাগবে। ও তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আমি আর ভাবতেও চাই না রাজ আমার স্বামী। ‘দামাল’ ছবি রিলিজের সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক নেই। রাজ আগের মতো বাড়ি থাকত না। এমনকী ছেলের প্রতিও কোনওরকম দায়দায়িত্ব পালন করে না।”

তবে দিন কয়েক আগেই পরীমণির বাড়িতে রাজ গিয়েছিলেন। বেশ কয়েকটা অনুষ্ঠানে স্বামীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তাহলে কি এসব লোকদেখানো? অভিনেত্রী জানান, “রাজের তরফ থেকে লোকদেখানো। দিন কয়েক আগে আমি হাসপাতালে থাকাকালীন রাজ আমাকে দেখতেও যায়নি। সেইসময়েই নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। বাড়ি ছাড়ার জন্য আগেভাগেই প্রস্তুত ছিল ও। এভাবে তো বিয়ে-সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কাউকে তো ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক।” 

[আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’! তবু তেজি কঙ্গনার অভিশাপ, ‘আমার খারাপ চাইলেই দুর্ভোগে পড়বেন’]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement