Advertisement
Advertisement

Breaking News

Pori Moni

‘আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা’, অসুস্থ সন্তানের বাবাকে তুলোধোনা পরীমণির

দুই সন্তানকে নিয়ে 'সিঙ্গল মাদার' পরীমণির জীবনে অনেক উত্থান-পতন।

Pori Moni slams children's father in recent social media post
Published by: Sucheta Sengupta
  • Posted:February 23, 2025 12:50 pm
  • Updated:February 23, 2025 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক প্রেম, বিয়ে, উচ্ছৃঙ্খল জীবনযাপন, মাতৃত্ব, বিতর্ক – সব নিয়ে বরাবর সংবাদের শিরোনামে থাকেন তিনি। জীবনে এত ওঠাপড়ার মাঝেই একা মা হিসেবে দুই সন্তানের দায়িত্ব পালন করছেন। আবার নিজের পেশাতেও সময় দিচ্ছেন। তার মাঝে জনৈক গায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন – এই সব কিছুই তারিয়ে উপভোগ করছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী পরীমণি। নানা সময় সোশাল মিডিয়ায় তাঁর নানা পোস্ট বিতর্কের জন্ম দিয়েছে। হয়েছে তুমুল চর্চাও। সাম্প্রতিকতম পোস্টটি তেমনই চর্চার কেন্দ্রে উঠে এল। এই মুহূর্তে পরীমণির সন্তান অসুস্থ। তাঁর দেখভাল করতে গিয়ে রোজকার রুটিন বদলে ফেলেছেন অভিনেত্রী। আর সন্তানের দায়িত্ব প্রসঙ্গেই তাঁর নিশানায় সন্তানের বাবা। সাম্প্রতিকতম পোস্টটিতে নাম না করে তাঁকেই তুলোধোনা করলেন পরীমণি।

Advertisement

ছোট সন্তানের গায়ে ধুম জ্বর, সুস্থ হচ্ছে না কিছুতেই। এই পরিস্থিতিতে মায়ের মন কেমন ছটফট করে, মুহূর্ত কাটে প্রবল অশান্তিতে, সেই অনুভূতির কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন পরীমণি। তার ছত্রে ছত্রে সন্তানের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে তার চেয়েও বেশি সন্তানের বাবার প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ পেয়েছে। কোথাও কটাক্ষের ছলে, কোথাও আবার একেবারে সরাসরি আক্রমণ করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না।’

Pori Moni 1
পুত্র রাজ্যের সঙ্গে পরীমণি। ফাইল ছবি।

দীর্ঘ পোস্টের শেষদিকে একেবারে রাগে ফেটে পড়েছেন পরীমণি। সন্তানের বাবাকে সরাসরি ‘জানোয়ার’ সম্বোধন করে তিনি লেখেন, ‘একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেও নি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে……পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই, অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে।’ শেষে রীতিমতো হুঁশিয়ারি – ‘আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা।’

প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণি। ফাইল ছবি।

বছর খানেক আগে মাদক বিতর্কে জড়িয়ে কয়েকদিন জেল জীবন কাটাতে হয়েছিল পরীমণিকে। সেই বিতর্ক থেকে বেরিয়ে বাংলাদেশের আরেক খ্যাতনামা অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সুখের সংসার শুরু করেছিলেন। রাজ-পরীর প্রথম সন্তান রাজ্য। কিন্তু তারপর থেকে উভয়ের দাম্পত্য অশান্তি চরমে ওঠে। কার্যত আলাদা হয়ে যান তাঁরা। তার মাঝেই গত মে মাসে পরীমণির কোল আলো করে আসে মেয়ে প্রিয়ম। সেই থেকে দুই ছেলেমেয়ের ‘সিঙ্গল মাদার’ পরীমণি। তবে সেই ভূমিকা পালন করতে গিয়ে যে বেশ বেগ পেতে হচ্ছে আর তার রাগ গিয়ে পড়ছে সন্তানদের বাবার উপর, তা তাঁর সাম্প্রতিকতম পোস্টে স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement