Advertisement
Advertisement

Breaking News

Pori Moni

হাতের উপর হাত… পরীমণির জীবনে ফের এল প্রেম! নতুন প্রেমিক কে?

নতুন প্রেমকাব্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

Pori Moni shares a video with love one on Facebook
Published by: Akash Misra
  • Posted:November 18, 2024 4:50 pm
  • Updated:November 18, 2024 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম যে কখন হবে, কার সঙ্গে হবে, তা বোঝা দায়! এমনকী, কতবার হবে, তাও আগে থেরে আঁচ করা যায় না। হ্যাঁ, পরীমণির জীবন ও প্রেম ঠিক এমনই। ঝোড়ো হাওয়ার মতো হঠাৎ করেই এসে হাজির। আর প্রেম আসা মানেই, গাড়ির জানালা এবং হাতের উপর হাত! ভাবছেন এ আবার কেমন কাণ্ড?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জীবনে ফের এসেছে নতুন। বরাবরই খুল্লমখুল্লা স্বভাবের পরীমণি, এই নতুন প্রেমে নিয়ে কোনও লুকোচুরি খেলেননি। বরং সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পরীমণি স্পষ্ট জানালেন, তিনি ফের প্রেমে রয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি জানালায় হাতের উপর হাত… আর ব্য়াকগ্রাউন্ডে প্রেমের গান। তবে তাঁর জীবনের নতুন মানুষটি ঠিক কে, তা কিন্তু খোলসা করেননি পরীমণি।

Advertisement

প্রথম থেকেই বেশ ডাকাবুকো পরীমণি (Pori Moni)। যা করেন, তা খুল্লমখুল্লা। প্রেম করলেও সোশাল মিডিয়ায় স্পষ্ট জানান। ডিভোর্সেও তাই। তবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এবার যা করলেন, তা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। হ্য়াঁ, শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার এক বছর কাটতেই ডিভোর্স অ্যানিভার্সারি পালন করলেন পরী। সঙ্গে দুই সন্তান। শুধু তাই নয়, প্রথমবার মেয়েকেও প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

পরীমণি সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছিলেন, ”আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।”

পরীমণি আরও লিখলেন, ”আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া । আমারা ভালো আছি । হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী।” আর এবার নতুন প্রেমকাব্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement