সুকুমার সরকার, ঢাকা: জীবন তো একটাই। তাই জীবনকে উপভোগ করতে চান বাংলাদেশের বিতর্কীত অভিনেত্রী পরীমণি। অন্তত, সোশ্যাল মিডিয়ায় বার বার এরকমটিই দাবি করেন পরীমণি। আর তাই তো হালকা শীত ও ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে রাত বিরেতে ইলিশ খেতে ছুটে গেলেন পদ্মাপারে মাওয়া ফেরি ঘাটে! রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া ফেরিঘাট। যাত্রী পারাপারের জন্য সেখানে সারা দিন-রাত ফেরি-লঞ্চ-স্পিডবোট চলাচল করে। সেখানেই স্বামী রাজ ও বন্ধুবান্ধবের সঙ্গে পেটপুজো সেরে নিলেন পরীমণি।
সোশ্যাল মিডিয়ায় পরীমণিকে যারা ফলো করেন তারা একবাক্যে স্বীকার করবেন আসলেই জীবনকে উপভোগ করে যাচ্ছেন তিনি। আর এবার তো সঙ্গী স্বামী অভিনেতা শরিফুল রাজ। পরীমণি জানিয়েছিলেন,আমিও পাগল, শরীফুলও পাগল। পরীমণি এখন অন্তঃসত্ত্বা। তার উপর একটু শরীরটা খারাপ। এই অবস্থায় মনকে ভাল রাখতে হবে তো! সেই মন ভাল রাখতে গিয়েই, ইলিশ দিয়ে পেটপুজো। পরীমণি বলেন, অসুস্থতার কারণে অনেকদিন বাড়িতে ছিলাম। এ কারণে দম বন্ধ হয়ে আসছিল। হুট করেই সিদ্ধান্ত মাওয়া যাবো, আর কথা মতোই সেই কাজ। পারিবারিক কয়েকজন বন্ধু এবং রাজকে নিয়ে চলে যাই সেখানে। যাওয়ার পথে ফাঁকা রাস্তায় কয়েক জায়গায় নেমেছি, অনেক ছবি তুলেছি। আর মাওয়া যাব আর ইলিশ খাব না, তা কি হয়? ইলিশের কয়েকটা পদ খেয়েছি।
তবে অনেক সতর্ক জীবন যাপন করছেন পরীমণি। চিকিৎসকের পরামর্শমতো চলছেন। ছায়ার মতো তাকে সঙ্গ দিচ্ছেন রাজ। পরীমণি বলেন, রাজের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন। সব সময়ই আমাকে ছায়া দিয়ে রেখেছে সে। অনেক কেয়ার করে। প্রায়ই আমাকে খাইয়ে দেয়। এই যে কিছুক্ষণ আগে ভুনা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে।অন্তঃসত্ত্বা হওয়ার পর পরীমণি নিজেই বলেছিলেন, আগামী দেড় বছর কোনো কাজ করবেন না। এ কারণে তার হাতের ছবিগুলো আটকে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন পরিচালক-প্রযোজকেরা। বিষয়টি পরিষ্কার করে পরীমণি বলেন, চয়নিকা চৌধুরীর ওয়েব সিরিজ ‘কাগজের বিয়ে’ শেষ করলাম। অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার বাকি কাজও শেষ করব আশা করছি। তবে শোনা গিয়েছে, অসুস্থতার কারণে নতুন ছবির কাজে আপাতত হাত দিচ্ছেন না পরীমণি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.