Advertisement
Advertisement
Pori Moni

পরীমণিকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন স্বামী শরিফুল রাজ, সব মিটমাট হল তাহলে?

কয়েক মাস আগে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন অভিনেত্রী।

Pori moni and her husband shariful raaz captured together| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 18, 2023 2:15 pm
  • Updated:August 18, 2023 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরিফুল রাজের সঙ্গে পরীমণির সম্পর্ক ভাঙনের খবর নিয়ে একসময় তোলপাড় হয়েছিল গোটা বাংলাদেশ। এমনকী, সম্প্রতি পরীমণি ও রাজের ছেলে রাজ্যের জন্মদিনেও হাজির ছিলেন না রাজ। সেই অভিমানের কথাও স্পষ্ট জানিয়ে ছিলেন পরীমণি। তবে বৃহস্পতিবার সন্ধে নাগাদ যা ঘটল, তা দেখে আপ্লুত সবাই। এই ঘটনার নেপথ্য়ে রয়েছেন ওপার বাংলার প্রযোজক কৌশিক হোসেন তাপস। তাঁর স্টুডিওতেই দ্বিতীয়বার রাজ্যের জন্মদিন পালন হল। যেখানে পরীমণির পাশে ছিলেন শরিফুল রাজ।

বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরীমণির স্বামী শরিফুল রাজ জানিয়েছেন, “এ জীবনে আমি অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনও ঝামেলায় জড়াতে চাই না।” সঙ্গে জানান, নানা কারণ একটু মন খারাপ হওয়ায় সবার থেকে একটু দূরে গিয়েছিলাম।

Advertisement

[আরও পড়ুন: ‘বামেরা নয়, যাদবপুরের ছাত্রমৃত্যুতে দায়ী বামপন্থার মুখোশধারীরা’! দাবি কমলেশ্বরের]

প্রসঙ্গত, এর আগে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন অভিনেত্রী। সম্প্রতি আবার স্বামীর সঙ্গে অন্য নায়িকার নাম জড়ানোয় চটে গিয়ে ফেসবুকে পোস্ট করেন। পরকীয়ার অভিযোগও শোনা যায় পরীমণির স্বামী রাজের বিরুদ্ধে। তবে ছেলে রাজ্যর কথা ভেবেই নাকি একছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ-পরীমণি। তবে এবার বাংলাদেশী অভিনেত্রী যা বললেন, তাতে তোলপাড় দুই বাংলা।

স্বামী শরিফুল রাজের সঙ্গে নাকি শারীরিক কিংবা মানসিক কোনও সম্পর্কই নেই পরীমণির। নিজমুখেই সেকথা জানিয়েছেন তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে। ঝামেলার সূত্রপাত গত ২৯ মে। শরিফুলের ফোন থেকে তানজিন তিশা, নাজিফা তুষি, সুনেহরা বিনতে কামালের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনার পর রাজের সাফাই, তিনি এসবের কিছুই জানেন না। অভিনেত্রীদের দাবি, পরীমণির কারসাজি এসব। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন পরীমণি।

অভিনেত্রী সাফ জানান, “আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন। এটাই আমার শুনতে ভাল লাগবে। ও তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আমি আর ভাবতেও চাই না রাজ আমার স্বামী। ‘দামাল’ ছবি রিলিজের সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক নেই। রাজ আগের মতো বাড়ি থাকত না। এমনকী ছেলের প্রতিও কোনওরকম দায়দায়িত্ব পালন করে না।”

তবে দিন কয়েক আগেই পরীমণির বাড়িতে রাজ গিয়েছিলেন। বেশ কয়েকটা অনুষ্ঠানে স্বামীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তাহলে কি এসব লোকদেখানো? অভিনেত্রী জানান, “রাজের তরফ থেকে লোকদেখানো। দিন কয়েক আগে আমি হাসপাতালে থাকাকালীন রাজ আমাকে দেখতেও যায়নি। সেইসময়েই নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। বাড়ি ছাড়ার জন্য আগেভাগেই প্রস্তুত ছিল ও। এভাবে তো বিয়ে-সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কাউকে তো ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক।” তাহলে কি এবার রাজ-পরীণির বিচ্ছেদ পাকাপাকিভাবে হচ্ছে? সময়েই অবশ্য সেই উত্তর মিলবে।

[আরও পড়ুন: শিবুর সঙ্গে মান-অভিমান চলে! তবে নন্দিতাদি মাতৃসম: কাঞ্চন মল্লিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement