সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীমণির জীবনটা যেন শুধুই পরিবর্তনশীল। আজ ভাল তো, কাল খারাপ। এই যেমন, বৃহস্পতিবারই রাজের বাহুডোরে ধরা দিয়েছিলেন পরীমণি। আর শনিবার হাসপাতালের বিছানায় শুয়ে! হ্যাঁ, ঠিক এমনটাই ঘটল পরীমণির সঙ্গে।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি পরীমণি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে শুধুই রাজ্য আর পরীমণির হাত। দুটো হাতেই ফোটানো স্যালাইনের ইনঞ্জেকশন। সূত্র বলছে, দুজনেরই নাকি ধুম জ্বর। আর সেই কারণেই হাসপাতালে ভরতি পরীমণি ও রাজ্য। বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, পরীমণি হাসপাতালে থাকলেও, স্বামী শরিফুল রাজ কিন্তু ফিরে গিয়েছেন নিজের বাড়িতে।
প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে পরীমণির সম্পর্ক ভাঙনের খবর নিয়ে একসময় তোলপাড় হয়েছিল গোটা বাংলাদেশ। এমনকী, সম্প্রতি পরীমণি ও রাজের ছেলে রাজ্যের জন্মদিনেও হাজির ছিলেন না রাজ। সেই অভিমানের কথাও স্পষ্ট জানিয়ে ছিলেন পরীমণি। তবে বৃহস্পতিবার সন্ধে নাগাদ যা ঘটল, তা দেখে আপ্লুত সবাই। এই ঘটনার নেপথ্য়ে রয়েছেন ওপার বাংলার প্রযোজক কৌশিক হোসেন তাপস। তাঁর স্টুডিওতেই দ্বিতীয়বার রাজ্যের জন্মদিন পালন হল। যেখানে পরীমণির পাশে ছিলেন শরিফুল রাজ।
বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরীমণির স্বামী শরিফুল রাজ জানিয়েছেন, “এ জীবনে আমি অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনও ঝামেলায় জড়াতে চাই না।” সঙ্গে জানান, নানা কারণ একটু মন খারাপ হওয়ায় সবার থেকে একটু দূরে গিয়েছিলাম।
এর আগে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন অভিনেত্রী। সম্প্রতি আবার স্বামীর সঙ্গে অন্য নায়িকার নাম জড়ানোয় চটে গিয়ে ফেসবুকে পোস্ট করেন। পরকীয়ার অভিযোগও শোনা যায় পরীমণির স্বামী রাজের বিরুদ্ধে। তবে ছেলে রাজ্যর কথা ভেবেই নাকি একছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ-পরীমণি। তবে এবার বাংলাদেশী অভিনেত্রী যা বললেন, তাতে তোলপাড় দুই বাংলা।
স্বামী শরিফুল রাজের সঙ্গে নাকি শারীরিক কিংবা মানসিক কোনও সম্পর্কই নেই পরীমণির। নিজমুখেই সেকথা জানিয়েছেন তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে। ঝামেলার সূত্রপাত গত ২৯ মে। শরিফুলের ফোন থেকে তানজিন তিশা, নাজিফা তুষি, সুনেহরা বিনতে কামালের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনার পর রাজের সাফাই, তিনি এসবের কিছুই জানেন না। অভিনেত্রীদের দাবি, পরীমণির কারসাজি এসব। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন পরীমণি।
অভিনেত্রী সাফ জানান, “আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন। এটাই আমার শুনতে ভাল লাগবে। ও তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আমি আর ভাবতেও চাই না রাজ আমার স্বামী। ‘দামাল’ ছবি রিলিজের সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক নেই। রাজ আগের মতো বাড়ি থাকত না। এমনকী ছেলের প্রতিও কোনওরকম দায়দায়িত্ব পালন করে না।”
তবে দিন কয়েক আগেই পরীমণির বাড়িতে রাজ গিয়েছিলেন। বেশ কয়েকটা অনুষ্ঠানে স্বামীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তাহলে কি এসব লোকদেখানো? অভিনেত্রী জানান, “রাজের তরফ থেকে লোকদেখানো। দিন কয়েক আগে আমি হাসপাতালে থাকাকালীন রাজ আমাকে দেখতেও যায়নি। সেইসময়েই নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। বাড়ি ছাড়ার জন্য আগেভাগেই প্রস্তুত ছিল ও। এভাবে তো বিয়ে-সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.