Advertisement
Advertisement
Pori Mani

ছেলে গুরুতর অসুস্থ, চিকিৎসা করাতে ঢাকা ছেড়ে কলকাতায় পরীমণি

কী হয়েছে পরীমণির ছেলের?

Pori Mani at kolkata for son's treatment| Sangbad Pratidin

ছবি ফেসবুকের সৌজন্যে।

Published by: Akash Misra
  • Posted:January 18, 2024 9:33 am
  • Updated:January 18, 2024 9:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ফেসবুকে পরীমণি লিখেছিলেন খাবারে বিষক্রিয়ার জন্য অসুস্থ হয়েছেন তিনি ও তাঁর পরিবারের ৫ সদস্য। আর এবার জানা গিয়েছে, সবাই সুস্থ হলেও, পরীমণির ছেলে পদ্মর শারীরিক অবস্থা ভালো নয়। খবর অনুযায়ী, ছেলে পদ্মের শরীরে দুধরনের ভাইরাস পাওয়া গেছে, তারই চিকিৎসায় বুধবার কলকাতায় এসেছেন অভিনেত্রী।

পরীমণির ছেলে অসুস্থতার কথা ফেসবুকে লিখেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। পরিচালক লিখলেন, ”এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুটো ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না।কিন্ত কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে দোয়া/প্রার্থনা করবেন।যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে।পদ্ম খুব কষট পাচ্ছিল। ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পুন্য/পদ্ম এর পথের সাথী হতাম,আমাকে বলতে হতো না। তুমি তা জানো।আমি জানি,আমি সাথে গেলে তোমার অনেক রিলিফ লাগতো।তোমাকেও এইভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেবার সময়। পরী,আমি জানি তুমি ফাইটার।তুমি অনেক বুদ্ধিমতি,তুমি অনেক ধৈর্যশীলা মানুষ।তুমি একাই সব পারবে।আমি শিওর।তুমি জয়ী হয়েই আসবে।তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর প্রাউড ফিল করবে। মা এত্ত ভালোবাসা আর আশির্বাদ তোমার আর পদ্ম এর জন্যে। সাবধানে থেকো। তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার সাথে সবসময় আছে,থাকবে।”

Advertisement

[আরও পড়ুন: রাত-বিরেতে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে অনুপম! কেন জানেন?]

পরীমণির জীবনে একের পর এক ঝড়। দাম্পত্যজীবনে অশান্তি। তার পর সদ্য হারিয়েছেন দাদুকে। সম্প্রতি বরিশাল গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই শরীর খারাপ পরীমণি ও তাঁর ছেলের। পরীমণি ফেসবুকে লিখেছিলেন, ”শীত কালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া,ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমান মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালক সহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড! নানু বাড়ি থেকে ভীষন রকম গুড এনার্জী নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করবো ভাবছিলাম। পরীমণি আরও লিখেছিলেন, ”গতকাল আমার ওয়েব ফিল্ম কাগজের বৌ এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিলো এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিক ভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে,ফোনে কাগজের বৌ এর প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমন এর নতুন কেমেস্ট্রি আর অভিনয় এর ভালোলাগা প্রকাশ করলেন! আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন” কি যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না! আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাই কে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।”

[আরও পড়ুন: ভাগ্যের ফের! মান্না-আরতিদের সঙ্গে মঞ্চ কাঁপানো শিল্পী এখন চা বিক্রেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement