Advertisement
Advertisement
Narendra Chanchal

প্রখ্যাত ভজন শিল্পী নরেন্দ্র চঞ্চলের জীবনাবসান

দিল্লির বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Popular bhajan singer Narendra Chanchal passed away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 22, 2021 4:29 pm
  • Updated:January 22, 2021 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রখ্যাত ভজন গায়ক নরেন্দ্র চঞ্চলের (Narendra Chanchal) জীবনাবসান। শুক্রবার বেলা ১২টা নাগাদ দিল্লির বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভরতি করা হয়। কী কারণে বর্ষীয়ান শিল্পী অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণেই ভুগছিলেন ৮০ বছরের শিল্পী।

পাঞ্জাবের অমৃতসরে জন্ম নরেন্দ্র চঞ্চলের। বাড়িতে ভক্তিগীতির চল ছিল। সেই থেকেই ভজনের প্রতি তাঁর অনুরাগ।  সময়ের সঙ্গে সঙ্গে নানা ভক্তিমূলক অনুষ্ঠানে তাঁর কদর বাড়তে থাকে। বলিউডে সফর শুরু হয় ‘ববি’ সিনেমার ‘বেশক মন্দির মসজিদ তোড়ো’ গানের মাধ্যমে। 

Advertisement

[আরও পড়ুন: ফের সৌকর্যর ছবিতে জয়া আহসান, এবার কোন কাহিনি দর্শকদের সামনে তুলে ধরবেন?]

একাধিক বলিউড সিনেমায় গান গেয়েছেন নরেন্দ্র চঞ্চল। ‘বেনাম’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘অবতার’, ‘আনজানে’র মতো সিনেমায় তাঁর গান দর্শকদের পছন্দ হয়েছে। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মহম্মদ রফির মতো কিবদন্তি শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। তবে দর্শকদের দরবারে ভজনের জন্যই খ্যাতি পেয়েছেন। প্রখ্যাত শিল্পীর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনুরাগীরা। শোক প্রকাশ করেছেন পপ তারকা দালের মেহেন্দিও (Daler Mehendi)। 

[আরও পড়ুন: কালো ডিপ নেক স্যুটে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন রাইমা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement