সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রখ্যাত ভজন গায়ক নরেন্দ্র চঞ্চলের (Narendra Chanchal) জীবনাবসান। শুক্রবার বেলা ১২টা নাগাদ দিল্লির বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভরতি করা হয়। কী কারণে বর্ষীয়ান শিল্পী অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণেই ভুগছিলেন ৮০ বছরের শিল্পী।
পাঞ্জাবের অমৃতসরে জন্ম নরেন্দ্র চঞ্চলের। বাড়িতে ভক্তিগীতির চল ছিল। সেই থেকেই ভজনের প্রতি তাঁর অনুরাগ। সময়ের সঙ্গে সঙ্গে নানা ভক্তিমূলক অনুষ্ঠানে তাঁর কদর বাড়তে থাকে। বলিউডে সফর শুরু হয় ‘ববি’ সিনেমার ‘বেশক মন্দির মসজিদ তোড়ো’ গানের মাধ্যমে।
একাধিক বলিউড সিনেমায় গান গেয়েছেন নরেন্দ্র চঞ্চল। ‘বেনাম’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘অবতার’, ‘আনজানে’র মতো সিনেমায় তাঁর গান দর্শকদের পছন্দ হয়েছে। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মহম্মদ রফির মতো কিবদন্তি শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। তবে দর্শকদের দরবারে ভজনের জন্যই খ্যাতি পেয়েছেন। প্রখ্যাত শিল্পীর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনুরাগীরা। শোক প্রকাশ করেছেন পপ তারকা দালের মেহেন্দিও (Daler Mehendi)।
Deeply saddened to learn that iconic and most loved #NarendraChanchal ji has left us for the heavenly abode. In prayers for his soul to rest in peace. Heartfelt condolences to his family and legions of fans. 🙏 pic.twitter.com/zXEBN07MbM
— Daler Mehndi (@dalermehndi) January 22, 2021
Saddened By The Demise of Legendary Singer #NarendraChanchal Sir 🙏He will be remembered for his devotional bhajans and some remarkable songs in hindi films 🙏❤ My heartfelt condolences to his family🙏
Om Shanti 🙏🌺 pic.twitter.com/tn0agKHawm
— Warrior Girl🇮🇳 (@warriorgirl061) January 22, 2021
saddened by the demise of Bhajan Samrat and singer Shri Narendra Chanchal. The hymns sung by him will always remain fresh in the memories of music lovers. His death has caused great damage to the world of music. I express my condolences to his family and his fans. ॐ शांति 💐 pic.twitter.com/W17iubM9KE
— Vivek Pratap Singh (@pratap_vivek) January 22, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.