Advertisement
Advertisement

Breaking News

shakira

জেল হতে পারে শাকিরার! মোটা টাকা জরিমানা দিয়েও ছাড় নেই পপ গায়িকার?

ফের আইনি বিপাকে শাকিরা!

Pop singer shakira likely to get 8 years of prison if she is proven guilty in tax fraud| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 20, 2023 5:30 pm
  • Updated:November 20, 2023 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আইনি বিপাকে পড়লেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগে শাকিরার এবার জেল হতে পারে বলে খবর।

গত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন শাকিরা। এমনকী, কর ফাঁকি দেওয়ার কারণে ২ কোটি ৪০ লক্ষ ইউরোর, ভারতীয় মুদ্রায় যা কিনা ২৮১ কোটি টাকার জরিমানা দিয়েছেন। তবে এত মোটা টাকা জরিমানা দিয়েই রক্ষে নেই গায়িকার। সূত্রের খবর, শাকিরার বিরুদ্ধে এসেছে নতুন অভিযোগ। যে কারণে গায়িকার জেলও হতে পারে।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাকিরার বিরুদ্ধে স্প্যানিশ সরকার অভিযোগ এনেছে, ২০১৮ সালে নাকি মোটা টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে সেই কর মেটাননি তিনি। শুধু তা-ই নয়, ভুয়ো এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকি দেওয়ার চেষ্টাও করেছিলেন গায়িকা। সেখান থেকেই বিপত্তির শুরু। 

[আরও পড়ুন: ‘জয় মহাকালী, আয়ো গোর্খালি’, খুকরি নিয়ে গোর্খা রেজিমেন্টের সঙ্গে নাচ ভিকির]

এখানেই শেষ নয়, স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বিশেষ কর দিতে হয়। ফুটবলার জের্ডার পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন শাকিরা বার্সেলনায় থাকতেন। পরে সম্পর্ক ভেঙে যেতে শাকিরা মায়ামিতে চলে যান।

সূত্রের খবর, বার্সেলনার এক আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, এই কারণেই শাকিরার হাজতবাস হওয়া উচিত। আইনজীবীর দাবি শাকিরা যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তাঁর প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা। তবে এই অভিযোগকে ভুয়ো বলেই জানিয়েছেন গায়িকার আইনজীবী।

[আরও পড়ুন: বিশ্বকাপের দিনই বড়সড় ক্ষতি হল সলমনের! গিয়েছিলেন ফাইনাল ম্যাচ দেখতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement