Advertisement
Advertisement

Breaking News

Rihanna

‘ধর্ম নিয়ে মশকরা নয়!’, বোল্ড ফটোশুট করতেই হুমকির মুখে পপ তারকা রিহানা

রিহানার বোল্ড ফটোশুট প্রকাশ্যে আসতেই শোরগোল নেটদুনিয়ায়।

Pop singer Rihanna faces backlash after latest photoshoot
Published by: Sandipta Bhanja
  • Posted:April 10, 2024 11:52 pm
  • Updated:April 10, 2024 11:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিহানা (Rihanna) বরাবরই সাহসী। ছকভাঙা কাজে তাঁর জুড়ি মেলা ভার! সাহসী ফ্যাশনের জেরে বারবার পপ গায়িকার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে। ২০২১ সালে গণেশ লকেট পরায় হিন্দুদের বিরাগভাজন হয়েছিলেন। শুধু তাই নয়, অন্তর্বাসে উর্দু হরফে লেখা থাকায় মুসলিম ধর্মাবলম্বীদেরও চক্ষুশূল হতে হয়েছিল তাঁকে। অতীতের সেসব বিতর্ক পেরিয়ে এবার খ্রিস্টানরাও সেই একই অভিযোগ তুললেন রিহানার বিরুদ্ধে।

মার্কিন মুলুকে থেকেও এদেশের কৃষি বিক্ষোভ নিয়ে টুইট করে নেটপাড়ার রোষানলে পড়েছিলেন পপ গায়িকা। সেই রিহানাই সম্প্রতি আম্বানিপুত্রর প্রাকবিবাহ অনুষ্ঠানে আসর মাতিয়ে সংবাদের শিরোনামে একাধিকবার জায়গা করে নিয়েছেন। তবে এবার বোল্ড ফটোশুটের জেরে গেঁরোয় পড়লেন রিহানা।

Advertisement

খ্রিস্টান ধর্মকে অপমানের অভিযোগ উঠেছে রিহানার বিরুদ্ধে। সম্প্রতি ইন্টারভিউ ম্যাগাজিন-এর কভারের জন্য এক ফটোশুট করেছেন তিনি। সেখানেই রিহানাকে দেখা গেল, নানের বেশভূষায়। পরনে সাদা-কালো নানের পোশাক। সঙ্গে বোল্ড মেকআপ। তবে বিপত্তি ঘটল ফটোশুটের সময়ে উসকানিমূলক অঙ্গভঙ্গীতে। যৌন আবেদন যেন চুঁইয়ে পড়ছে রিহানার চোখেমুখে। পপ গায়িকার সেই ফ্যাশন শুট ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল। রে রে করে উঠলেন নেটিজেনরা।

নেটপাড়ার দাবি, রিহানা খ্রিস্টান ধর্মকে অপমান করেছেন। কারও মন্তব্য, আমি মুসলিম ধর্মাবলম্বী হলেও, এটা খ্রিস্টান ধর্মের অপমানের জন্য প্রতিবাদ করছি। কারও দাবি, এ তো খ্রিস্টান ধর্মকে সোজাসুজি অপমান করা। কেউ বা আবার রিহানাকে পরামর্শ দিলেন, এইধরণের ফটোশুট না করার জন্য। সবমিলিয়ে পপ গায়িকার শুট করা ওই ম্যাগাজিনের কভার ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া।

[আরও পড়ুন: রিসর্টের শৌচালয়ে জ্যান্ত সাপ, প্রাণ হাতে ফিরলেন অভিনেতা-কমেডিয়ান বীর দাস!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Interview Magazine (@interviewmag)

যদিও রিহানা অনুরাগীদের সাফাই, এটা নিতান্তই শৈল্পিক দৃষ্টিভঙ্গি। নান বা খ্রিস্ট ধর্মকে অপমানের জন্য এই শুট নয়! তবুও সৃজনশীলতার দোহাই দিয়ে চিঁড়ে ভেজেনি। এই অবশ্য প্রথম নয় এর আগেও ফটোশুটে ধর্মের অপমানের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেটা যদিও হিন্দু ও ইসলাম ধর্মের ক্ষেত্রে, তবে এবার খ্রিস্টান ধর্মকে খাটো করে দেখানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement