Advertisement
Advertisement
Poonam Pandey

স্বামীর বেধড়ক মারধরে হাসপাতালে ভরতি পুনম পাণ্ডে, গ্রেপ্তার অভিযুক্ত স্যাম বম্বে

এর আগেও স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন পুনম।

Poonam Pandey's husband Sam Bombay arrested in Mumbai after the actress complained that he assaulted her | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 9, 2021 10:02 am
  • Updated:January 21, 2022 12:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন পুনম পাণ্ডে (Poonam Pandey)। এবার হাসপাতালে ভরতি হতে হল অভিনেত্রীকে। আর তাঁর অভিযোগের ভিত্তিতে স্যাম বম্বেকে (Sam Bombay) গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সংস্থা এএনআইয়ের মাধ্যমে সোমবার রাতে প্রকাশ্যে আসে এই খবর। এদিনই মুম্বই থেকে স্যাম বম্বেকে গ্রেপ্তার করা হয়। হাসপাতালে ভরতি করা হয় পুনম পাণ্ডেকে। এখনও অভিনেত্রী হাসপাতালে রয়েছেন কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন তিনি।  

Advertisement

[আরও পড়ুন: ​KIFF 2022: জানুয়ারিতে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ঘোষিত দিনক্ষণ]

করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যেই প্রেমিক স্যাম বম্বের সঙ্গে বিয়ে সেরেছিলেন পুনম। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবি। তারপরই মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। সেখানেও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম। গোয়া পুলিশের কাছে তিনি জানিয়েছিলেন, স্যাম বম্বে নাকি তাঁকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খাটের কোণায় মাথা ঠুকে দেওয়ার পাশাপাশি মেঝেতে শুইয়ে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ জানান। 

Poonam Pandey

 

কিন্তু সপ্তাহ খানেক পরই আবার পট পরিবর্তন হয়ে যায়। স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে পুনম জানান, সমস্ত মনোমালিন্য ভুলে তাঁরা আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় পুনমের বক্তব্য ছিল, সব সম্পর্কেই চড়াই-উতরাই থাকে। তাঁরা একে অন্যকে বড্ড বেশি ভালবাসেন। তাই একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সুখের সংসারে আবারও ভাঙন ধরল গত সোমবার। 

Here is what Poonam Pandey said about India VS New Zealand Final

[আরও পড়ুন: রাজ্যবাসীকে স্পেশ্যাল উপহার, প্রথমবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement