Advertisement
Advertisement

Breaking News

Poonam Pandey

বেঁচে আছেন পুনম? টুইট ঘিরে চাঞ্চল্য

বিস্ফোরক দাবি পুনমের বন্ধুর।

Poonam Pandey's Friend tweet goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 3, 2024 11:00 am
  • Updated:February 3, 2024 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনম পাণ্ডের মৃত্যুটা যেন মেনেই নিতে পারছে না তাঁর অনুরাগীরা। শুক্রবার পুনমের মৃত্যু ঘিরে সোশাল মিডিয়ায় তুমুল জল্পনা। নেটপাড়ার এক অংশ মনে করছে, স্পটলাইট কাড়তেই পুনম নাকি মৃত্যুর খবর রটিয়েছেন। আর এবার এমনই দাবি করলেন পুনমের ঘনিষ্ঠ ফ্যাশন ডিজাইনার উমের সান্ধু। উমেইর তাঁর এক্স হ্যান্ডেলে ট্যুইট করে লিখেছেন, ”পুনমের তুতো বোনের সঙ্গে কথা হল। পুনম বেঁচে আছেন। নিজের মৃত্যু সংবাদ এনজয় করছেন!” এই উমেরই গতকাল পুনমের মৃত্যু সংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছিলেন সোশাল মিডিয়ায়।

অন্যদিকে, শনিবার এক সংবাদমাধ্যমে পুনমের দেহরক্ষী জানিয়েছেন, ”রবিবার রাতে আমিও তো পুনমের সঙ্গে ছিলাম। ওঁকে দেখে তো অসুস্থ মনে হয়নি। পুনমের বোনকে ফোন করলেও, সে ধরছেন না। জানিনা ঠিক কী হয়েছে।”

[আরও পড়ুন: ‘ক্যানসার লুকিয়েই চলে গেল’, পুনম পাণ্ডের মৃত্যুতে শোকবিহ্বল কঙ্গনা, মুনাওয়াররা]

ইন্ডিয়া টুডের তরফে পুনম পাণ্ডে ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ কার হয়, তিনিও একইরকম ধন্দে রয়েছেন। সেই সূত্র জানান, পরিবারের দু-তিনজন সদস্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু তাঁদেরও ফোন সুইচ অফ। অভিনেত্রীর টিম মেম্বারদেরও ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। অভিনেত্রীর টিমের তরফে প্রথমবার মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় পোস্ট করার পরে আরও একটি নতুন পোস্ট করা হয়, যেখানে সাফ উল্লেখ রয়েছে যে, পুনম পাণ্ডের বোন তাঁর প্রয়াণের খবরে সিলমোহর বসিয়েছেন। কিন্তু তারপর থেকে মডেল অভিনেত্রীর পরিবারের সঙ্গে আর কেউ যোগাযোগ করতে পারেনি। এদিকে শোনা গিয়েছে, পুনম পাণ্ডে কানপুরে নিজের বাড়িতে গিয়েই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সেই প্রেক্ষিতেই অনুরাগীরা এখনও ধন্দে যে, পুনম পাণ্ডে কি আদৌ ‘জীবিত’ না ‘প্রয়াত’? তাঁর সোশাল মিডিয়ার কমেন্ট বক্সেও এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে।

[আরও পড়ুন: মাকে হাসপাতাল থেকে ফেরাতে পারছেন না ঋতুপর্ণা, প্রতারণার অভিযোগ বিমা সংস্থার বিরুদ্ধে]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement