Advertisement
Advertisement

Breaking News

পাক সমর্থকদের ‘উচিত শিক্ষা’ দিতে অন্তর্বাস খুললেন পুনম! ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও৷

Poonam Pandey's answer to the Pakistani AD is viral in social media
Published by: Sulaya Singha
  • Posted:June 13, 2019 9:37 pm
  • Updated:June 13, 2019 9:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে ফের শিরোনামে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ একটি পাকিস্তানি বিজ্ঞাপনে তাঁকে নিয়ে মশকরা করা নিয়ে ভারতে নিন্দার ঝড় উঠেছে৷ ব্যতিক্রমী নন অভিনেত্রী পুনম পাণ্ডেও৷ অভিনন্দনকে নিয়ে পাকিস্তানের যে কুরুচিকর বিজ্ঞাপন বানিয়েছে, তা যে সমর্থন যোগ্য নয়, সে কথা শোনা গেল পুনম পাণ্ডের মুখেও৷ কিন্তু তিনি যেভাবে প্রতিবেশী দেশের নিন্দা করলেন, তাও আবার শালীনতার মাত্রা ছাড়িয়ে গেল৷

রেকর্ড বলছে, বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে কোনও জয়ের ইতিহাস নেই পাকিস্তানের৷ আগামী ১৬ জুন ফের ক্রিকেটীয় যুদ্ধে নামতে চলেছে যুযুধান দু’পক্ষ৷ বিশ্ব ক্রিকেটে যা সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হিসেবেই পরিচিত৷ কিন্তু ময়দানি যুদ্ধ শুরুর আগেই মাঠের বাইরে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে গিয়েছে৷ বেসরকারি পাক টিভি চ্যানেল জ্যাজ টিভির একটি বিজ্ঞাপনে ভারত-পাক ম্যাচ নিয়ে যে বিজ্ঞাপন সম্প্রচার করেছে চ্যানেলটি, সেখানে কটাক্ষ করা হয়েছে উইং কম্যান্ডারর অভিনন্দনকে৷ চলতি বছর পাকভূমিতে অভিনন্দন আটক হওয়ার পরই প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও৷ বিজ্ঞাপনটিতে সেই দৃশ্যই উঠে এসেছে৷ সেখানে অভিনন্দন বর্তমানের মতো দেখতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে৷ আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি অভিনন্দনের মতোই জেরায় প্রশ্নের উত্তর দিচ্ছেন ওই অভিনেতাকে। বাস্তবে উইং কমান্ডার যেমন পাক সেনার সমস্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, এক্ষেত্রেও অভিনেতা তেমনটাই করেছেন৷ এখানে প্রশ্নগুলো পালটে হয়েছে ক্রিকেট সংক্রান্ত৷ যাতে অভিনেতার উত্তর, “আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ৷” সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে৷ এবার এর সমালোচনা করলেন মডেল-অভিনেত্রী পুনমও৷ কিন্তু টুইটে তাঁর প্রতিবাদের ভঙ্গি নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন৷

Advertisement

[আরও পড়ুন: শিবির বদলাচ্ছেন রুদ্রনীল? এনআরএস কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব অভিনেতা]

একটি ভিডিও পোস্ট করেন পুনম৷ প্রথমে নিজের মোবাইলে দসেই বিজ্ঞাপনটি দেখান৷ তারপর বলেন, “পাকিস্তান, এটা একেবারেই ঠিক হয়নি৷ টি-কাপের পিছনে কেন ছুটছেন?” তারপর প্রকাশ্যেই নিজের অন্তর্বাস খুলে ফেললেন তিনি৷ আর নিজের ব্রা দেখিয়ে বললেন, “যখন ডি-কাপ রয়েছে৷ তাও দুটি৷ এটায় চা-ও খেতে পারেন৷” পুনমের এমন মশকরার সমালোচনা করেছেন অনেকেই৷ নেটিজেনদের একাংশের মতে, এভাবে পাকিস্তানের সমালোচনার তুলনায় নিজের প্রচারেই ব্যস্ত পুনম৷ এমন ভিডিওর মাধ্যমে পাক সমর্থকদের উৎসাহই দিয়েছেন বলেও অভিযোগ অনেকের৷

[আরও পড়ুন: ‘ডাক্তারদের নরখাদক ভাবাটা বন্ধ করুন’, মমতার মন্তব্যের কড়া সমালোচনা অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement