Advertisement
Advertisement
Poonam Pandey Latest Bengali news updates

চূড়ান্ত নাটক! যৌন হেনস্তার অভিযোগ তোলার পরও স্বামীকে বুকে টেনে নিলেন পুনম

কয়েকদিন আগেই স্বামীকে জেলে পাঠিয়েছিলেন মডেল-অভিনেত্রী।

Latest Bengali news updates: Poonam Pandey united with Sam Bombay after decision to end marriage | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 27, 2020 6:39 pm
  • Updated:September 30, 2020 12:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাল পুনম পাণ্ডের রিয়েল লাইফের ঘটনা। মধুচন্দ্রিমাতেই সম্পর্কের যবনিকা পতনের উপক্রম হয়ে দাঁড়িয়েছিল মডেল-অভিনেত্রীর। কান্নাকাটি, মারপিট, থানা-পুলিশ- কোয়ালিটি টাইম কাটাতে গিয়ে কত কাণ্ডই না ঘটে যায় কয়েক ঘণ্টার মধ্যে। এমন ক্লাইম্যাক্সের কথা শুনে যদি ধরেই নেন, হ্যাপি এন্ডিংয়ের কোনও সম্ভাবনা নেই, তাহলে আপনি পুনমকে চিনতেই পারেননি। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সকলকে অবাক করে ঘোষণা করলেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক আবার জোড়া লেগেছে।

পুনমের (Poonam Pandey) চোখের জল শুকিয়েছে কিনা সন্দেহ। স্বামীকে কাঠগড়ায় তুলে গাল-মন্দ করে, এমনকী জেলে পাঠানোর পরই রাতারাতি সব ভুলে গেলেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। সেজেগুজে স্বামীর সঙ্গে দিব্যি ছবি তুলেছেন। ইনস্টাগ্রামে (Instagram) তা পোস্ট করেছেন স্যাম। কিন্তু কয়েকদিনের মধ্যেই এমন কী হল যে ‘শত্রুতা’ ভুলে ফের স্বামীকে বুকে টেনে নিলেন পুনম! এক সংবাদমাধ্যমকে পুনম বলেন, “আমাদের মধ্যে সমস্ত তিক্ততা দূর করারই চেষ্টা করছিলাম। অনেকটাই হয়েছে। আমরা আবার একসঙ্গে। ভালবাসা থাকলে সব সমস্যাই মিটিয়ে ফেলা যায়।” স্ত্রীর হাত নতুন করে শক্ত করে ধরে স্বামী স্যাম বম্বে জানালেন, “বিষয়টা অতিরিক্ত মাত্রায় পৌঁছে গিয়েছিল। তবে এখন সব ঠিক আছে।”

Advertisement

[আরও পড়ুন: ছোট্ট যুবানের সঙ্গে খেলায় মেতে রাজ, ‘এত ছবি পোস্ট করবেন না’, সতর্ক করলেন নেটিজেনরা!]

উল্লেখ্য, দিন কয়েক আগেই মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন পুনম। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রায় দেড় বছর ধরে স্যাম বম্বের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। শুরু থেকেই অত্যাচার করতেন স্যাম। বিয়ে করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এমনটা ভেবেই সেপ্টেম্বরের ১১ তারিখ সাত পাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় গোয়ায় মধুচন্দ্রিমায় যাওয়ার পর। ২৩ সেপ্টেম্বর রাতে অত্যাচার চরমে পৌঁছায়। যদিও পুনমের দাবি করেছিলেন, তিনি পুলিশকে ডাকেননি। হোটেলের ঘর থেকে চিৎকার-চেঁচামেচি শুনে কর্মীরাই গোয়া পুলিশকে (Goa Police) খবর দিয়েছিলেন। স্যাম নাকি নৃশংসভাবে তাঁকে মারধর করছিলেন। পুনমের মুখের একপাশ ফুলেও গিয়েছিল! মেডিক্যাল পরীক্ষার পর আবার পুনম জানতে পারেন মারের চোটে তাঁর ব্রেন হেমারেজ (Brain Hemorrhage) হয়ে গিয়েছে। তবে রাতারাতি বদলে গেল ছবিটা। স্যাম-পুনম এখন ‘হ্যাপি কাপল’।

[আরও পড়ুন: মাদক সেবন নিয়ে দীপিকাকে কটাক্ষ ‘সোনু নিগমে’র! পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন ক্ষুব্ধ গায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement