ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার দুপুরে আচমকাই সোশাল মিডিয়ায় আছড়ে পড়ে এক দুঃসংবাদ। বৃহস্পতিবার রাতে প্রয়াত পুনম পাণ্ডে (Poonam Pandey Death)। মডেল, অভিনেত্রীর এমন অকালপ্রয়াণের খবর বিশ্বাসই হচ্ছে না কারও। এই তো দিন তিনেক আগে বিটাউনের এক হাইপ্রোফাইল পার্টিতে হেসেখেলে সময় কাটাতে দেখা গিয়েছিল পুনমকে। কখনও কাউকে বুঝতেই দেননি যে মারণরোগে আক্রান্ত। তাই এদিন পুনম পাণ্ডের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়লেন অনুরাগীরা।
সাহসী সাজপোশাক হোক বা সোজাসাপটা কথা, বারবার বিতর্কে জড়িয়েছেন পুনম পাণ্ডে। বলিপাড়ার ‘বিতর্কিত’ নায়িকাও বলা হত তাঁকে। কিন্তু নিজের শর্তে জীবন বাঁচা এমন একজন প্রাণোচ্ছ্বল মেয়ে কীভাবে নিঃশব্দেই এত শারীরিক কষ্ট ভোগ করে চলে গেল, বলিপাড়ার বন্ধুরা হতবাক! সোমবারের কথা। মুম্বই গ্ল্যামারওয়ার্ল্ডের অতিপরিচিত মুখ পরাগ মেহেতার জন্মদিনে তারকাখচিত পার্টিতে হাজির হয়েছিলেন পুনম।
পরনে কালো জাম্পস্যুট। বেইজ রঙের ট্রেঞ্চ কোট। মিনিম্যাল মেকআপ। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে মন ভোলানো স্মিত হাসিতে ধরা দেন মডেল অভিনেত্রী। আর তার দিন তিনেক বাদেই তাঁর মৃত্যু! বন্ধু আদিল খান দুরানি, রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামীও স্তম্ভিত এমন খবর পেয়ে। বললেন, “এই তো কদিন আগে একটা অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হল। দিন দুই আগেও পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে দেখা গিয়েছে ওকে। দেখে কেউ বুঝবেই না যে ও ক্যানসারের সঙ্গে লড়ছে! সবসময়ে হাসিখুশি থাকত।”
View this post on Instagram
শুক্রবার পুনমের ভেরিফায়েড সোশাল মিডিয়া প্রোফাইল থেকেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়েছে। সূত্রের খবর, কানপুরে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তারকা। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমা দিয়ে বলিউড কেরিয়ার শুরু করেন পুনম। একাধিক সিনেমা, রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছে তাঁকে। ১২ বছরের নাতিদীর্ঘ কেরিয়ারেই পুনমকে চিনেছিল বিনোদনমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.