Advertisement
Advertisement
Ponniyin Selvan Aishwarya Rai Bachchan

মণিরত্নমের নয়া ছবির ফার্স্ট লুক শেয়ার ঐশ্বর্যের, ‘ক্যুইন ইজ ফাইনালি ব্যাক’, আপ্লুত অনুরাগীরা

ছবি মুক্তির দিনক্ষণও জানালেন ঐশ্বর্য।

Ponniyin Selvan: Aishwarya Rai Bachchan shares first look of new film । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 3, 2022 10:35 am
  • Updated:March 3, 2022 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফের স্বমহিমায় পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্নমের হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি। তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে তৈরি ছবি PS-I ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন বচ্চন পরিবারের বধূ। তাঁর নয়া লুকে মুগ্ধ অনুরাগীরা। ‘দ্য ক্যুইন ইজ ফাইনালি ব্যাক’, মন্তব্য করেন নেটিজেনরা। 

বুধবার মধ্যরাতে ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করেন ঐশ্বর্য। ক্যাপশনে লেখা, “স্বর্ণালী যুগের কাহিনি সিনেমার পর্দায় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।”

Advertisement

অনুরাগীরা যে ইতিমধ্যেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন, তা তাঁদের প্রতিক্রিয়ায় স্পষ্ট। তাই তো ছবির ফার্স্ট লুক শেয়ার হওয়ামাত্রই লাইক, কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই লিখেছেন, ‘দ্য ক্যুইন ইজ ফাইনালি ব্যাক’। আবার কেউ লিখেছেন, “দীর্ঘ ২৫ বছর ধরে মণিরত্নমের ছবির নায়িকা হতে পারেন একমাত্র আপনিই।”

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত কিয়েভে বাড়ছে ধর্ষণ, ডাকাতি! জেলেনস্কির প্রশাসনকে দুষলেন ইউক্রেনীয় সাহিত্যিক]

তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ (Ponniyin Selvan) অবলম্বনে বহুভাষী ছবি তৈরির করছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। মণিরত্নমের এই ছবি মূলত পিরিয়ড ড্রামা। চোল ইতিহাসের পর্দার আড়ালে থাকা এমন অনেক চরিত্রদের তুলে ধরবেন পরিচালক এই ছবিতে। তবে, ছবির চমক অবশ্যই বচ্চন পরিবারের বধূ। এই ছবিতে ঐশ্বর্যকে দেখা যাবে খলনায়িকার চরিত্রে। ছবিতে ঐশ্বর্যকে পেরিয়া পাজুভেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনীর চরিত্রে দেখা যাবে। উপন্যাস অনুযায়ী, পাজুভেত্তারাইয়ার আসলে চোল বংশের কোষাধ্যাক্ষ ছিলেন।

ছবিতে ঐশ্বর্যর চরিত্রটি রহস্যময়ী। নন্দিনী ক্ষমতালোভী একজন মহিলা। চোল বংশের ক্ষমতা কুক্ষিগত করার নেশায় বুঁদ নন্দিনী সর্বদাই স্বামীকে ব্যবহার করতেন। চোল বংশের অপরাধের জন্য প্রতিশোধ নিতে চায়। কীভাবে চোল সাম্রাজ্যকে ধ্বংস করা যায়, সেই ছক কষতে থাকে। আর এরকম চরিত্রেই দেখা যাবে ঐশ্বর্যকে। নন্দিনীর মতো চরিত্রে ঐশ্বর্যের ফার্স্ট লুকেই মুগ্ধ অনুরাগীরা। ছবি কেমন লাগে, তা জানতে যদিও এখনও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

[আরও পড়ুন: খাস কলকাতায় বার সিঙ্গারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব বাবা-মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement