Advertisement
Advertisement

Breaking News

‘ওহ লাভলি’! হাতে বন্দুক, পয়লা ঝলকেই বাজিমাত ‘অ্যাংরি ম্যান’ মদন মিত্রর, দেখুন

নেটপাড়ায় হইচই ফেলে দিলেন নেতা-অভিনেতা।

Politician Madan Mitra starrer film Oh Lovely teases with short video | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2023 7:55 pm
  • Updated:July 28, 2023 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্য়ে এল মদন মিত্র অভিনীত ছবি ও ‘ও লাভলি’র পয়লা ঝলক। আর সেই ভিডিওতেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন কামারহাটির দামাল ছেলে। সাদা পাঞ্জাবি আর চোখে সিগনেচার হলদে রোদচশমা। রাজনৈতিক ময়দানের রঙিন মানুষটি যে এবার পর্দাতেও ম্যাজিক দিতে চলেছেন ‘ও লাভলি’র এই টুকরো ভিডিও দেখেই বোঝা গেল। পরিচালনায় হরনাথ চক্রবর্তী।

‘ডাল বাটি চুরমা’ ছবির পর নতুন ছবির পরিকল্পনা করেছেন পরিচালক হরনাথ। ছবির নাম ‘ও লাভলি’। মদন মিত্রর মুখের চেনা সংলাপেই ছবির নামকরণ। অভিনয়ে রয়েছে ঋক এবং রাজনন্দিনী। ফার্স্টলুকের পর এবার সেই ছবিরই পয়লা ঝলক টুকরো ভিডিওয় প্রকাশ্যে নিয়ে এলেন পরিচালক। সেখানে মদন মিত্রকে দেখা গেল বন্দুক হাতে ‘অ্যাংরি ম্যান’ মুডে।

Advertisement

প্রযোজনা সংস্থা সাথী ফিল্মস-এর তরফে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, একরাশ চমক নিয়ে আসছে হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ‘ও লাভলি’। মন কেড়ে নেবে সন্তু ওরফে ঋক আর নিধির ভূমিকায় রাজনন্দিনীর এই গল্প। সবার প্রিয় মদন মিত্র থাকছেন এবার বড় পর্দায়। আর টিজার মুক্তি পাচ্ছে ৩০ জুলাই। তার দিন দুয়েক আগেই ছবির হালকা ঝলক প্রকাশ্যে এনে নেটপাড়ায় ময়দান প্রস্তুত করে রাখল প্রযোজনা সংস্থা।

পরিচালক হরনাথ চক্রবর্তী জানিয়েছেন, ”এই ছবিতে মদন মিত্রর ও লাভলি শব্দ ব্যবহার হলেও, এই ছবিতে কিন্তু একেবারে অন্য অবতারে দেখা যাবে মদন মিত্রকে। আসলে এই ছবির গল্পের মধ্যে একটা ইতিবাচক বার্তা রয়েছে। যা কিনা খুব সুন্দরভাবে ছবিতে দেখানো হবে।”

[আরও পড়ুন: ‘রোজ গীতা পড়ুন, সব সমস্যার সমাধান পাবেন’, কঠিন সময়ে নবনীতাকে পরামর্শ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sathi Films (@sathifilms)

প্রসঙ্গত, ‘ও লাভলি’ ছবিটি আদ্যপান্ত কমেডি ছবি। যেখানে দেখা যাবে দুই চালকল মালিকের মধ্যে রেষারেষি। আর এই রেষারেষির জন্যই দুই চালকলের মালিকের ছেলে-মেয়েদের বিয়ে হয়। তারপর থেকেই নানা অশান্তি ও ঝামেলা। ও লাভলি ছবিতে মদন মিত্র ছাড়া অভিনয় করেছেন লাবণী সরকার, খরাজ মুখোপাধ্য়ায়, রাজনন্দিনী পাল এবং নতুন নায়ক ঋক, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ।

[আরও পড়ুন: ‘অভিনেতারা আসলে সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়’! কাকে খোঁচা স্বস্তিকার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement