Advertisement
Advertisement

Breaking News

Poila Baisakh

নতুন বছরে বড় ঘোষণা প্রসেনজিতের, আবির-মিমিরা দিলেন বিশেষ বার্তা

কীভাবে সাজলেন ঋতুপর্ণা, জয়া, পাওলি, ঋতাভরীরা? দেখে নিন এক ক্লিকেই।

Poila Baisakh: Here is how Tollywood celebs celebrated Bengali new year | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 15, 2021 2:02 pm
  • Updated:April 15, 2021 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর, নতুন আশা, নতুন সবকিছু। করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে বেহাল জীবন। সাবধান থেকেও নববর্ষের আনন্দে মাততে জানে বাঙালি। ব্যতিক্রম নন তারকারা। কোভিডের (COVID-19) ভ্রুকুটিকে বুড়ো আঙুল দেখিয়েই নতুন বছরের আনন্দে মেতেছেন সকলে। কেউ সুন্দরভাবে সেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, কেউ নতুন ঘোষণা করেছেন।

বড় ঘোষণা করেছেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। জাতীয় পুরস্কারজয়ী ‘ময়ুরাক্ষী’ (Mayurakshi) ছবির পর আবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সেই কথা বছরের প্রথম দিন জানিয়েছেন ইনস্টাগ্রামে।

Advertisement

শুক্রবারই মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার অভিনীত ‘ট্যাংরা ব্লুজ’ (Tangra Blues)। ছবির নতুন গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরমব্রত। যেখানে ‘বাবুরাম সাপুড়ে’ চেনা শব্দকে ব়্যাপের ছন্দে বেঁধেছেন সংগীত পরিচালক নবারুণ বসু।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

“অসুখ পেরিয়ে, সুখের আশায়” শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সাদা ধুতি-পাঞ্জাবি পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee)

‘বৈশাখি শুভেচ্ছা’ জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিছুদিন আগেই করোনামুক্ত হয়েছেন অভিনেত্রী। গোলাপি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

[আরও পড়ুন: প্রয়োজন বিশ্বের সবচেয়ে দামি ওষুধ, বিরল অসুখে আক্রান্ত শিশুর চিকিৎসায় উদ্যোগ অজয় দেবগণের]

“নতুন বছরের অনেক অনেক ভালবাসা পাঠালাম।” নিজের ছবি ইনস্টাগ্রামে আপলোড করে একথাই লিখেছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অসুস্থ ছিলেন তিনিও। ফিসচুলায় কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রী। অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে। এখন ভাল আছেন বলেই জানা গিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

লাল পেড়ে শাড়ি পরে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। লিখেছেন, “শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভাল থাকুন ও সুস্থ থাকুন আর নতুন বছর খুব আনন্দের সাথে উদযাপন করুন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

নতুন বছরে শাড়িতে সেজেছেন পাওলি দামও (Paoli Dam)। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ভাল থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আনন্দে কাটুক।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paoli Dam (@paoli_dam)

বুধবারই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান (Jaya Ahsan)। নীল শাড়িতে সেজেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “নববর্ষের শুভেচ্ছা সবাইকে। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন…”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

[আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়েও ‘পাওড়ি’তে মজে নুসরত জাহান, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement