Advertisement
Advertisement
Rahul Bannerjee

করোনা আক্রান্ত অভিনেতা রাহুল, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কবি জয় গোস্বামী

বাড়িতেই আইসোলেশনে রাহুল।

Poet Joy Goswami returns home after being COVID-19 negetive, Actor Rahul Bannerjee tested positive | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 24, 2021 10:15 pm
  • Updated:May 24, 2021 11:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল-মন্দ দুই ধরনের খবরই সোমবার মিলল বিনোদন জগতে। একদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন কবি জয় গোস্বামী (Joy Goswami) । অন্যদিকে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল।

করোনা (Corona Virus) আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন জয় গোস্বামী। মাঝে কবির শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অক্সিজেন থেরাপি দিতে হয়েছিল। সোমবার বিপন্মুক্ত হয়ে বাড়ি ফেরেন কবি। আপাতত বেশ কয়েকদিন বাড়িতেই আইসোলেশনে থাকবেন তিনি। অন্যদিকে, রাজ্যে লকডাউন ঘোষণা হওয়ার আগে পর্যন্ত ধারাবাহিক ‘দেশের মাটি’র শুটিং করেছেন অভিনেতা রাহুল। তবে গত কয়েকদিন ধরে নিজের বাড়িতে রয়েছেন বলেই খবর।

Advertisement

এই সম্পর্কে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল জানান, বাড়িতে থাকাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। বিপদ বুঝতে পেরেই কোভিড (COVID-19) পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতে মায়ের সঙ্গে থাকেন রাহুল। অসুস্থ বোধ করার সময় থেকেই নিজেকে আইসোলেশনে রেখেছেন অভিনেতা। জ্বরের পাশাপাশি গা এবং হাত-পা ব্যথা ছিল তাঁর। তবে শ্বাসকষ্ট নেই বলেই জানিয়েছেন রাহুল। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছেন তিনি। আরও ১২ দিন আইসোলেশনে থাকতে হবে বলেই জানিয়েছেন অভিনেতা।

[আরও পড়ুন: সাইক্লোন ‘যশ’ এলে মাটির বাড়িটার কী হবে? আতঙ্কিত ‘পান্তি পিসি’র পাশে দেব]

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের বলি ৪৪৫৪ জন। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত ২ লক্ষ ২২ হাজার ৩১৫। এই মূহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ১৬ থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১৭,৮৮৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৩,১২১ জন। সংক্রমণের নিরিখে ফের তিলোত্তমাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৩,৭৯৩ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় পর্বে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সন্ধ্যা রায়, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো তারকারা। প্রত্যেকেই এখন সুস্থ আছেন বলে খবর। 

[আরও পড়ুন: ‘রেড ভলান্টিয়ার্সই বাংলার অক্সিজেন, ২০২৪-এ আমাদের মনে রাখবেন’, ভিডিও বার্তা শ্রীলেখার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement