Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

এবার গ্র্যামির দৌড়ে মোদি! বিশ্বমঞ্চে মনোনীত প্রধানমন্ত্রীর গান

শুনে নিন সেই গান।

PM Narendra Modi's is now a Grammy nominee, his ‘Abundance in Millets’ song gets a nod| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 11, 2023 9:40 am
  • Updated:November 11, 2023 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিশ্ব ক্ষুধা দূর করতে বাজরার গুণ কতটা, তা প্রচার করতেই বিশেষ গান ‘অ্যাবানডেন্স ইন মিলেটস’। যে গানের নেপথ্যে কারিগর ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গ্র্যামি পুরস্কার জয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ফালু ওরফে ফাল্গুনী। সঙ্গে রয়েছেন গায়ক গৌরব শাহও। সেই ‘ অ্যাবানডেন্স ইন মিলেটস’ এবার মনোনয়ন পেল গ্র্যামি পুরস্কারে। সেরা ‘গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে মনোনয়ন পেল এই গান। এই গানের ভিডিওতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। 

গ্র্যামি পুরস্কার জয়ী গায়িকা ফালু এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, বাজরা নিয়ে গান লেখার কথা তাঁর তখন মাথায় আসে যখন তিনি গ্র্যামি জেতার পর দেখা করেন নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে। তখনই প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তন ও মানবতার উন্নতির জন্য সঙ্গীতের অবদান নিয়ে কথা প্রসঙ্গে মোদী তাঁকে পরামর্শ দিয়েছিলেন ক্ষুধা দূর করতে বাজরার ভূমিকা নিয়ে গানটি লেখার জন্য। ফালুর কথা, মোদি তখন জানিয়েছিলেল, ভারত বাজরাকে প্রচার করতে চায়, কারণ এটি একটি সুপার শস্য এবং এর প্রচুর স্বাস্থ্য ও পুষ্টিগুণ রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘দিদি’র ডাকে সাড়া ভাইজান-এর, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন ‘টাইগার’ সলমন]

এক সাক্ষাৎকারে মোদি প্রসঙ্গে ফাল্গুনী শাহ বলেন, ‘তাঁর জন্য লেখা এক জিনিস এবং তার সঙ্গে লেখা আরেক জিনিস। গানের মাঝখানে, আপনি তাঁর নিজের কণ্ঠে যে বক্তৃতা লিখেছেন এবং বর্ণনা করেছেন তা শুনতে পাবেন। যে কোনও শিল্পীর জন্য এটা একটা বড় সুযোগ।’

[আরও পড়ুন: ‘মা চলে যাওয়ার পর নিজেকে ছুটি দিইনি’, মৃত্যুবার্ষিকীতে স্বাতীলেখা-স্মরণে কন্যা সোহিনী]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement