সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবিতার মতোই সুন্দর ছিল তাঁর কল্পনা। কখনও তা সাহিত্যের আকাশে বিচরণ করেছে, কখনও ক্যামেরার লেন্সে ধরা পড়েছে ‘তাহাদের কথা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ কিংবা ‘আনওয়ার কা আজ কিসসা’ হয়ে। চিরঘুমের দেশে চলে গেলেন পরিচালক-কবি বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে গভীরভাবে শোকাহত। নিজের সিনেমার ভাষায় তিনি ছন্দ মিশিয়ে এক অনবদ্য সৃষ্টি করেছিলেন। চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, সহকর্মী, অনুরাগীদের প্রতি সমবেদনা রইল।”
Saddened at the passing away of eminent filmmaker Buddhadeb Dasgupta. Through his works, he infused lyricism into the language of cinema. His death comes as a great loss for the film fraternity. Condolences to his family, colleagues and admirers
— Mamata Banerjee (@MamataOfficial) June 10, 2021
বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তিনি লেখেন, “বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণের খবর যন্ত্রণাদায়ক। তাঁর বৈচিত্রময় কাজ সমাজের একাংশের মনে জায়গা করে নিয়েছিল। তিনি প্রখ্যাত চিন্তাবিদ ও কবিও ছিলেন। তাঁর পরিবার ও প্রশংসকদের জন্য সমবেদনা রইল। ওম শান্তি।”
Anguished by the demise of Shri Buddhadeb Dasgupta. His diverse works struck a chord with all sections of society. He was also an eminent thinker and poet. My thoughts are with his family and several admirers in this time of grief. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 10, 2021
বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। সেই কথা স্মরণ করে স্মৃতিচারণা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং সুদীপ্তা চক্রবর্তী (Prosenjit Chatterjee)।
🙏🏻🙏🏻 pic.twitter.com/CZxaIEi2ry
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) June 10, 2021
বুদ্ধদেব দাশগুপ্তর জীবনাবসান ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের অবসান, লেখেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শোকপ্রকাশ করেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সায়নী ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়রাও।
Grihojudhdho and Bagh Bahadur are an indispendable part of my Memory of Cinema. Even his last film Urojahaj bore the stamp of his class and poetry in every frame. Goodbye, Memory-maker.
— Srijit Mukherji (@srijitspeaketh) June 10, 2021
Recipient of numerous National and International honours, legendary filmmaker and renowned poet, #BuddhadebDasgupta has passed away. Sincere condolences to his family and friends. pic.twitter.com/8F5N2yXGZT
— Raj chakrabarty (@iamrajchoco) June 10, 2021
বাংলা ছবির জগতে নক্ষত্রপতন। পরিচালক-কবি বুদ্ধদেব দাশগুপ্ত চলে গেলেন। এই শূন্যস্থান কখনো পূরণ হবে না জানি, কিন্তু সিনেপ্রেমী বাঙালীর মনে আপনি চিরকাল থেকে যাবেন। Rest in Power Sir
— Saayoni Ghosh (@sayani06) June 10, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.