সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়োপিকের পর এবার বিপাকে পিএম মোদির ওয়েব সিরিজও! শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে তৈরি ওয়েব সিরিজের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। অভিযোগ একই। চলতি লোকসভা নির্বাচনে এই ওয়েব সিরিজ দর্শক এবং ভোটারদের প্রভাবিত করবে। তাই ডিজিটাল প্ল্যাটফর্মে চলা এই ওয়েব সিরিজ বন্ধ করে দেওয়ার আরজি জানিয়েছে কংগ্রেস।
নির্বাচনের ঠিক আগেই বিবেক ওবেরয় অভিনীত ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিটি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। প্রথমে ঠিক ছিল ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ছবির মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা। পরে ছবি মুক্তির তারিখ পিছিয়ে ১১ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের দিন ঠিক হয়। কিন্তু শেষমেশ সেদিনও মুক্তি পায়নি প্রধানমন্ত্রীর বায়োপিক। সুপ্রিম কোর্ট বাধা না দিলেও নির্বাচন কমিশন জানিয়ে দেয়, নির্বাচন শেষ না হওয়া অবধি মুক্তি পাবে না। ফলে কবে তা হলে আসছে, আপাতত সে উত্তর জানা নেই। কিন্তু এই আবহেই ডিজিটাল প্ল্যাটফর্মে রমরমিয়ে চলছে ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’। আর তাতেই আপত্তি তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, এই সময় মোদিকে নিয়ে ওয়েব সিরিজ মুক্তি পাওয়া মানে নির্বাচনী বিধিভঙ্গ করা। আর তাই অবিলম্বে এটি বন্ধ করা উচিত।
গত ৩ এপ্রিল ওয়েব সিরিজের দশটির মধ্যে পাঁচটি পর্ব ইতিমধ্যেই দেখানো হয়ে গিয়েছে। মোদির ছেলেবেলা থেকে তাঁর জীবনের নানা চড়াইউতরাই পেরিয়ে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত, সব গল্পই ফুটে উঠেছে এই ওয়েব সিরিজে। যা ইতিমধ্যে ভাল সাড়াও ফেলেছে নেটদুনিয়ায়। কিন্তু নির্বাচনের আগেই কেন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল ওয়েব সিরিজটি? পরিচালক উমেশ শুক্লা জানান, বিষয়টা এভাবে পরিকল্পনা করা হয়নি। কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। গত ১১-১২ মাস ধরে বিষয়টি নিয়ে কাজ করছিলেন তিনি। একমাস আগেও মুক্তি পেতে পারত। কিন্তু প্রযুক্তিগত কারণেই মুক্তি খানিকটা পিছিয়ে যায়।
উমেশ আরও বলেন, “আমি এটুকুই বলতে চাই যে এটা প্রধানমন্ত্রীর অতীতের গল্প। আমি যখন ওঁর সম্পর্কে জানতে পারি, তখন মনে হয় উনি আসলে স্বামী বিবেকানন্দ এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কম্বিনেশন। এই ওয়েব সিরিজটির মধ্যে দিয়ে আমি মোদিকে সম্মান জানাতে চেয়েছি মাত্র। আমার ওয়েব সিরিজে কোনও রাজনীতি নেই। একটা চরিত্রের জীবন সফরের কাহিনি মাত্র।” তবে কংগ্রেসের অভিযোগের কী উত্তর দেয় কমিশন, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.