Advertisement
Advertisement

আসন্ন লোকসভা নির্বাচনে মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে চান কঙ্গনা

মনের কথা অকপটেই জানিয়ে দিলেন অভিনেত্রী৷

PM Modi should come to power next year as 5 years, says Kangana Ranaut
Published by: Sulaya Singha
  • Posted:July 29, 2018 11:31 am
  • Updated:July 29, 2018 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা নির্বাচনে যেন জয়ী হন নরেন্দ্র মোদি৷ পরবর্তী পাঁচ বছরও যেন তাঁকেই দেখা যায় প্রধানমন্ত্রীর কুরসিতে৷ মনের কথা অকপটেই জানিয়ে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ তাঁর চোখে, গণতন্ত্রের যোগ্য নেতা মোদিই৷

বিরোধীরা যতই মোদির বিরুদ্ধে সুর চড়ান, যতই মহাজোট করে মোদির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিন না কেন, দেশের উন্নতির স্বার্থে কঙ্গনা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর উপরই ভরসা রাখতে চান৷ তাঁর মতে, মোদি জমানাতেই উন্নতির মুখ দেখবে এ দেশ৷  সঠিক পথেই ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করছেন তিনি৷ তাই অন্তত ২০২৪ সাল পর্যন্ত মোদি মসনদে থাকলে দেশের সার্বিক উন্নতিই হবে৷

Advertisement

[১৪ আগস্টের আগেই কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ ইমরান খানের? জল্পনা তুঙ্গে]

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মোদির ছেলেবেলা নিয়ে তৈরি ছবি ‘চলো জিতে হ্যায়’৷ মুম্বইয়ে যে ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী৷ ছবিটি দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি৷ বলেন, “ছবির উপস্থাপনা অসাধারণ৷ ছবিতে দেখানো হয়েছে কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও খুদে মোদি অন্যকে বাঁচার প্রেরণা জুগিয়েছে৷ তবে আমার মনে হয় ছবিতে শুধু মোদিকেই দেখানো হয়নি৷ বরং সুন্দর সমাজ গড়তে আমাদের কীভাবে ঐক্যবদ্ধ হতে হবে, সেটাই এর মূল বিষয়বস্তু৷ ছবিটা যেন জীবনেরই একটা অংশ৷” তারপরই তাঁর মুখে শোনা যায় প্রধানমন্ত্রীর প্রশংসা৷ বলেন, “প্রধানমন্ত্রীর আসনে বসার ক্ষেত্রে তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী৷ বাবা বা মায়ের হাত ধরে উনি এই জায়গাটায় পৌঁছাননি৷ গণতন্ত্রের যোগ্য নেতা তিনিই৷ আমরাই তাঁকে ভোট দিয়ে  প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছি৷ দীর্ঘ পরিশ্রমের পরই এই স্থান অর্জন করতে পেরেছেন তিনি৷ তাই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন করা চলে না৷” আর এই কারণেই কঙ্গনা চান, পরবর্তী পাঁচ বছরও মোদিই এই তখতে থাকুন৷ কারণ পাঁচটা বছর দেশকে খাদ থেকে তুলে আনার পক্ষে অত্যন্ত কম সময়৷ তাই আরও খানিকটা সময় দেওয়া হোক তাঁকে৷

[আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement