Advertisement
Advertisement
The Vaccine War

বক্স অফিসে ফ্লপ ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, হঠাৎ কেন বিবেক অগ্নিহোত্রীর এই ছবির প্রশংসায় মোদি?

'জওয়ান' ছবির দাপটে বক্স অফিসে টিকতে পারছে না 'দ্য ভ্যাকসিন ওয়ার'।

PM Modi praises 'The Vaccine War'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 5, 2023 6:09 pm
  • Updated:October 5, 2023 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য় কাশ্মীর ফাইলস’ ছবির পর পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা দুনিয়ায়। এমনকী, পরিচালকের বিবেকের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকে বার বার নানা কারণে খবরের শিরোনামে উঠে আসতেন বিবেক। বিশেষ করে সিনেপ্রেমীরা মুখিয়ে ছিলেন বিবেকের পরের ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ারে’র দিকে। গত সপ্তাহতেই মুক্তি পেয়েছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি বিবেকের এই ছবি। অনেকে অবশ্য শাহরুখের জওয়ান ছবির দাপটকে এর জন্য দায়ী করেছেন। তবে বহু ফিল্ম সমালোচকের মতে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির মতো, বিবেকের ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ দাগ কাটতে পারেনি। এবার সেই ছবির প্রশংসাতেই পঞ্চমুখ হলেন নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]

বৃহস্পতিবার যোধপুরে এক অনুষ্ঠানে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ারে’র প্রশংসা করলেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, ”আমি শুনেছি যে ভ্যাকসিন ওয়ার নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে যা আমাদের দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টাকে তুলে ধরেছে। যারা দিনরাত কাজ করেছেন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।”

Advertisement

মোদি আরও বলেন, ”এমনকী, আমাদের নারী বিজ্ঞানীরাও এত বিস্ময়করভাবে কাজ করেছেন। এই সব দিক তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। আমাদের বিজ্ঞানীরা কী করেছেন তা জেনে সিনেমাটি দেখার পর গর্বে ভারতীয়দের বুক ভরে উঠেছে। বিজ্ঞানী এবং বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরার জন্য আমি এই চলচ্চিত্রের নির্মাতাদের অভিনন্দন জানাই।”

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement