সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নয় অস্কারে এবার গোটা ভারতের বাজি এসএস রাজামৌলির ‘RRR’। ছবির খ্যাতি দেশ ছাপিয়ে বিদেশেও পৌঁছেছে। আর পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে। তাই তো ভারতীয় এই সিনেমার গানে দিব্যি কোমর দুলিয়ে নাচলেন দূতাবাসের আধিকারিকরা। আর সেই ভিডিও শেয়ার করে তাঁদের প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি অস্কারের (Oscar 2023) জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য।
গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জের ‘নাটু নাটু’ (Naatu Naatu)। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। এবার অস্কারের পালা। তা যদি জুটে যায়, তাহলেই ষোলকলা পূর্ণ। এমন পরিস্থিতিতেই কোরিয়ার দূতাবাসের কর্মীদের নাচ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী ভিডিও শেয়ার করে লিখলেন, ” গোটা টিমের খুবই সুন্দর আর মিষ্টি চেষ্টা।”
Lively and adorable team effort. 👍 https://t.co/K2YqN2obJ2
— Narendra Modi (@narendramodi) February 26, 2023
ইতিমধ্যেই অস্কারের জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন ‘RRR’ সিনেমার নায়ক রামচরণ। খালি পায়ে হায়দরাবাদ থেকে বিমান চেপে লস অ্যাঞ্জেলেসে উড়ে যান তিনি। শোনা যায়, রামচরণের প্রিয় পোষ্য ব্র্যাটের পা ভেঙে গিয়েছিল। সে সুস্থ না হওয়া পর্যন্ত আমিষ খাবার না খাওয়া এবং খালি পায়ে হাঁটার পণ নিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.