Advertisement
Advertisement
Prabhas Kalki promotion outside Mannat

এত স্পর্ধা! শাহরুখের মন্নতে প্রভাসের ‘কল্কি’র প্রচার, পোস্টার নিয়ে হাজির মুখোশধারীরা

সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছবিটি।

Pictures of Prabhas starrer Kalki 2898 AD promotion outside Shah Rukh Khan's Mannat goes viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 13, 2024 3:51 pm
  • Updated:January 13, 2024 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের (Shah Rukh Khan) সাধের বাড়ি মন্নত। তার সামনেই প্রভাসের ‘কল্কি 2898 AD’র সিনেমার পোস্টার হাতে দাঁড়িয়ে মুখোশধারীরা। এমনই এক ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে বেজায় চটেছেন কিং খানের ভক্তরা। ইচ্ছাকৃতভাবেই এমন কাজ বলে ধারণা তাঁদের।

Kalki-2898-AD

Advertisement

শাহরুখ-প্রভাস দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল গত বছরের শেষে। যখন একই দিনে মুক্তি পেয়েছিল প্রভাসের ‘সালার – পার্ট ১ সিজফায়ার’ ও শাহরুখ খানের ‘ডাঙ্কি’। মাল্টিপ্লেক্সে বেশি শো পেয়েছিল কিং খানের ছবি। তাতেই নাকি রুষ্ট হয়ে ‘সালার’ টিম দেশের দুই জনপ্রিয় মাল্টিপ্লেক্সে নিজেদের ছবি রিলিজ করেনি। যদিও এ নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

[আরও পড়ুন: রাশিদ খানের পর প্রয়াত সঙ্গীতশিল্পী প্রভা আত্রে, ফের শূন্যতা শাস্ত্রীয় সঙ্গীতমহলে]

তবে এখন নতুন বছর শুরু হয়ে গিয়েছে। শাহরুখ খান এখন পরের কাজে মন দিয়েছেন। অন্যদিকে বছরের শুরুতেই প্রভাসের ‘কল্কি 2898 AD’র পোস্টার পোস্ট করেছেন। সেই পোস্টার নিয়েই শাহরুখের মন্নতের সামনে গিয়ে দাঁড়িয়েছে তিন মুখোশধারী। যে ছবি ভাইরাল হয়েছে তা গাড়ির ভিতর থেকে তোলা। সম্ভবত কেউ শাহরুখের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তুলে নিয়েছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas)

এমন কাজে শাহরুখভক্তদের একাংশ প্রবল অসন্তুষ্ট। শাহরুখের বাড়ির সামনে এমন উৎপাত করা মোটেও ভালো চোখে দেখছেন না তাঁকে। অনেকে আবার বিদ্রুপ করে বলছেন, আসরে শাহরুখের নাম ব্যবহার করে প্রভাস হালে পানি পাওয়ার চেষ্টা করছেন।

[আরও পড়ুন: Bijoyar Pore Review: একাকীত্বের বিষাদ সিন্ধু ‘বিজয়ার পরে’, মন ছুঁতে পারল স্বস্তিকা-মমতা শঙ্করের ছবি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement