Advertisement
Advertisement

Breaking News

নেটদুনিয়ায় ভাইরাল ছবি, চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

ঋষি কাপুরও চিনতে পারেননি এঁকে?

Pic of Meenakshi Seshadri goes viral on internet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2017 2:42 pm
  • Updated:September 26, 2019 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নজরে দেখে চিনতে পারা মুশকিল। ভাল করে দেখলেই বোঝা যাবে এই সেই ‘দামিনী’ যাঁর অভিনয় নয়ের দশকের দর্শকদের ‘ঘায়েল’ করেছিল। নিজের সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। কেরিয়ারের এমন পিক সময়ে সব কিছু ছেড়ে অজ্ঞাতবাসে চলে যাওয়া অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি।

Meenakshi Seshadri

Advertisement

আঠেরোর কোটায় পা দেওয়ার আগে থেকেই মডেলিংয়ের জগতে নজর কেড়েছিলেন। সৌন্দর্য প্রতিযোগিতা যখন জিতেছিলেন, বয়স ছিল মাত্র ১৭। বলিউডের ডাক আসা অবধারিত ছিল।

[জওয়ানদের জন্য নিজের হাতে ‘ঘর কা খানা’ তৈরি করলেন অক্ষয়]

প্রথম ছবি ‘পেন্টারবাবু’ তেমন না চললেও ‘হিরো’ জ্যাকি শ্রফের রাধা হিসেবে জনপ্রিয়তা পান মীনাক্ষী। এর পর আর থেমে থাকেনি তাঁর সাফল্যের রথ। অমিতাভ বচ্চন, মিঠুন থেকে ঋষি কাপুর, বিনোদ খান্না, সানি দেওল- আট, নয়ের দশকে হেন কোনও নায়ক নেই যাঁর সঙ্গে ফ্রেম শেয়ার করেননি অভিনেত্রী। ‘দামিনী’র পর সানির সঙ্গে ‘ঘাতক’ও সুপারহিট। এমন সময় আচমকাই গ্ল্যামার জগতকে বিদায় জানান মীনাক্ষী।

প্রবাসী ব্যাঙ্কার হরিশ মাইসোরকে বিয়ে করে পাড়ি দেন টেক্সাসে। এখনও সেখানেই থাকেন। তিন ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার। পাশাপাশি নিজের নাচের স্কুল খুলেছেন।

[এবার ওয়েব সিরিজে গণতন্ত্রের ভাল-মন্দ তুলে ধরবেন ইরফান]

মাঝে মধ্যে দেশে আসেন বটে তবে গ্ল্যামার এড়িয়ে আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। কিছুদিন আগেই সে ছবি নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেন ঋষি। নিজের ‘দামিনী’কে চিনতেই পারেননি তিনি। সকলের সঙ্গে শেয়ার করে নেন সে অভিজ্ঞতা।

সম্প্রতি এক ইভেন্টে হঠাৎ দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। প্রশ্ন করা হয় কবে ফের বলিউডে দেখা যাবে তাঁকে? উত্তরে নায়িকা জানিয়ে দেন গ্ল্যামারের দুনিয়ায় ফেরার আপাতত কোনও ইচ্ছে নেই তাঁর।

[প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফিরিয়ে নিলেন নওয়াজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement