Advertisement
Advertisement
Mithun Chakraborty

কেন হাসপাতালে ভরতি হয়েছিলেন? মিঠুনের অসুস্থতা নিয়ে মুখ খুললেন ছেলে মিমো

গত শনিবার ভাইরাল হয় মিঠুন চক্রবর্তীর হাসপাতালে শুয়ে থাকার ছবি।

Photo of veteran actor Mithun Chakraborty from hospital goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 2, 2022 4:13 pm
  • Updated:May 2, 2022 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মিঠুন চক্রবর্তীর একটি ছবি। যেখানে মিঠুনকে দেখা গিয়েছিল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। হঠাৎই রটে গেল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) নাকি অসুস্থ! এই খবর পাওয়া মাত্র অনুরাগীরা মিঠুন চক্রবর্তীর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। কিন্তু বলিউডের এই সুপারস্টারের ঠিক কী হয়েছিল তা তখন জানা যায়নি। এবার মিঠুন চক্রবর্তীর অসুস্থতা নিয়ে মুখ খুললেন খোদ মিঠুনপুত্র মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী।

সম্প্রতি মিঠুনের ছেলে মিমো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কিডনিতে স্টোনের কারণেই বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভরতি হতে হয়েছিল। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।’

Advertisement

[আরও পড়ুন: মিমির সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী! ভিডিও শেয়ার করে খুশির জোয়ারে ভাসলেন অভিনেত্রী]

এই ছবিটা টুইট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা।

শনিবার মিঠুনের হাসপাতালে শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। ছবিটি শেয়ার করেন বিজেপি নেতা অনুপম হাজরা থেকে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। তবে অনেকের দাবি মিঠুনের এই ছবি পুরনো। মিঠুনপুত্র মিমোর কথায়, ‘মিঠুন এখন ভাল আছেন!’

মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাশ্মীর ফাইলস’-এ অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। ছবির পর্দায় মিঠুনকে ফিরে পেয়ে আপ্লুত হয়েছিলেন তাঁর অনুরাগীরা। ছবির বাইরে বেশ কিছু রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। তবে সূত্রের খবর অনুযায়ী, আপাতত বিশ্রামেই থাকতে হবে মিঠুন চক্রবর্তীকে। 

Legendary actor Mithun Chakraborty shares his experience in pandemic

[আরও পড়ুন: সত্যজিৎ রায়, আজও কেন এই নামের কোনও উত্তরসূরি নেই বাংলা সিনেমায়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement