Advertisement
Advertisement
Ranveer Allahbadia

রণবীর এলাহাবাদিয়ার মায়ের ক্লিনিকে ভাঙচুর! ‘ওরা আমাকে খুন করবে’, আতঙ্কে কাঁটা ‘বিতর্কিত’ ইউটিউবার

মা-বাবাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্যে লাগাতার খুনের হুমকি পাচ্ছেন রণবীর এলাহাবাদিয়া।

'People Invading My Mother's Clinic, Want To Kill Me': Ranveer Allahbadia's Fresh Post
Published by: Sandipta Bhanja
  • Posted:February 16, 2025 1:02 pm
  • Updated:February 16, 2025 1:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গেল রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছে গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। এমতাবস্থাতেই এবার আরও বিপাকে এলাহাবাদিয়া। তাঁর মায়ের ক্লিনিকে ঢুকে হামলা চালাল লোকজন। শুধু তাই নয়, একের পর এক খুনের হুমকিতে জেরবার ইউটিউবার।

ঘটনার পর থেকে এযাবৎকাল তাঁকে পাওয়া যায়নি। সোশাল মিডিয়া তো দূরঅস্ত, বাড়ি গিয়ে পুলিশ তাঁর ‘টিকিটি’ অবধি পায়নি। দরজা বন্ধ। ফোন বন্ধ। তবে শনিবার ‘লাপাতা’ রণবীর আচমকাই সোশাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করলেন। যেখানে সাফ লেখা- “একের পর এক খুনের হুমকি পাচ্ছি। শুধু আমি নই লোকজন আমার পরিবারের পিছনেও উঠেপড়ে লেগেছে! খুনের হুমকি দেওয়া হচ্ছে আমার পরিবারের সদস্যদেরও। এমনকী রোগীর ছদ্মবেশে আমার মায়ের ক্লিনিকে ঢুকে হামলা করেছে কিছু লোক। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না।” এরপরই ক্ষমা ভিক্ষা করে রণবীর এলাহাবাদিয়ার সংযোজন, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। এবং আরও ভালোভাবে তা পালন করা। আমি আন্তরিকভাবে দুঃখিত ওই মন্তব্যের জন্য। কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না, বলুন!” সেই পোস্টেই বিতর্কিত ইউটিউবার জানালেন যে, “আমি এবং আমার টিম পুলিশ এবং সমস্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। তাঁদের সহযোগিতা করছি। কথা দিচ্ছি, আইনি প্রক্রিয়ায় যা যা করা দরকার, আমি তাই করব। কর্তৃপক্ষ আমাকে যখন ডাকবে, তখনই পাবে।”

Advertisement

Cops fail to get in touch with Ranveer Allahbadia

কোন মন্তব্য এই মারাত্মক বিতর্কের সূত্রপাত? “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও একবার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?”, রণবীর এলাহাবাদিয়ার এহেন কুৎসিত মন্তব্যে তোলপাড় গোটা দেশ। সমাজমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে হুড়মুড় করে সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে ‘বিয়ার বাইসেপস’-এর। ইতিমধ্যে ১০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর। বলিউড তারকারাও বিরক্ত এহেন কুৎসিত রসিকতা শুনে। ইউটিউবারকে সীমাজ্ঞানের কথা মনে করিয়ে দিয়েছেন তাঁরা। সময় রায়নার ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ শোটিকেও নিষিদ্ধ করার ডাক উঠেছে। এমন আবহেই শনিবার নতুন পোস্ট করে এলাহাবাদিয়া জানালেন তাঁকে এবং তাঁর পরিবারকে অহরহ খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমনকী মায়ের ক্লিনিকে রোগী সেজে ঢুকে হামলা চালিয়েছে জনা কয়েক লোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub