Advertisement
Advertisement

Breaking News

Payal Ghosh

ইরফান পাঠানের সঙ্গে প্রেম, গৌতম গম্ভীরের মিসড কল! গোপন কথা শেয়ার শামি ‘প্রেমী’ পায়েলের

পায়েলের টুইটে হইচই নেটপাড়ায়।

Payal Ghosh new tweet about Irfan Pathan goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 1, 2023 4:27 pm
  • Updated:December 1, 2023 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে মহম্মদ শামির পারফরম্যান্স দেখে টুক করে শামির প্রেমে পড়ে যান বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। যে পায়েল, পরিচালক অনুরাগ কাশ্যপকে মিটু দিয়ে ঝামেলায় ফেলেছিলেন, সেই পায়েলই পিছু নিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। ভারত বিশ্বকাপ হারল। আর সঙ্গে সঙ্গে শামির দিক থেকে মুখ ফেরালেন পায়েল। কিন্তু হঠাৎ করেই বিশ্বকাপ শেষের এত্তদিন বাদে পায়েলের ফের টুইট। নাহ, এবার আর শামিকে নিয়ে নয়। বরং পায়েলের নজরে ইরফান পাঠান ও গৌতম গম্ভীর! 

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। পায়েল সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি টুইট করেছেন। যেখানে খোলসা করেছেন ইরফান পাঠান ও তাঁর দীর্ঘ প্রেমের কথা। এমনকী, গৌতম গম্ভীরকেও ছাড়েননি তিনি। 

Advertisement

[আরও পড়ুন: রিলিজের আগেই ‘টাইগার’কে টেক্কা! ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে ‘অ্যানিম্যাল’?]

টুইটে কী লিখলেন পায়েল?

এক্স হ্যান্ডেলে পায়েল ইরফান পাঠানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ”আমাদের ব্রেকআপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেক বছর ঠিকঠাক কাজও করতে পারিনি। কিন্তু সে-ই একমাত্র পুরুষ যাকে আমি ভালোবেসে ছিলাম। এরপর আর কাউকে ভালোবাসিনি।” পায়েল আরও লিখলেন, ”আর কতদিন চুপ করে থাকবে ইরফান। কখনও তো আমার কাজ করো!”

এরপরে আরও বিস্ফোরক টুইট করলেন পায়েল। পায়েল লিখলেন, ”গৌতম গম্ভীর আমাকে নিয়মিত মিসড কল দিত। ইরফানও সেটা জানত। ইরফান রোজ আমার ফোন চেক করত। এসব কথা হার্দিক, ক্রুনাল পাণ্ডিয়াকেও বলেছিল।”

পায়েলের এই নতুন টুইট হইচই ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়। প্রথম থেকেই যে ক্রিকেটারদের তাঁর পছন্দ। তা স্পষ্ট এই টুইটেই। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি ইরফান বা গৌতম গম্ভীর কেউ-ই।

[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement