Advertisement
Advertisement
Paul Rudd

বয়স কেবল সংখ্যা! পঞ্চাশ পেরিয়েও যৌন আবেদনে বিশ্বসেরার শিরোপা পেলেন হলিউড তারকা

খবর শুনে নাকি হাসিতে লুটিয়ে পড়েন অভিনেতার স্ত্রী।

Paul Rudd can't believe he got this title | Sangbad Pratidin

ছবি - সংগৃহীত

Published by: Suparna Majumder
  • Posted:November 11, 2021 8:01 pm
  • Updated:January 20, 2022 11:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন আবেদনে বিশ্বসেরা হলিউড তারকা পল রুড (Paul Rudd)। আমেরিকার পিপল ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে এই খবর। ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছে পলের ছবি। তার পাশে লেখা ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’। 

৫২ বছরের তারকা নয়ের দশকে ‘ক্লুলেস’ সিনেমার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন। ‘দিস ইজ ৪০’, ‘নকড আপ’-এর মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। ‘অ্যান্টম্যান’ হিসেবে আন্তর্জাতিক দর্শকের কাছেও সমাদর পেয়েছেন। এই বয়সে এসে বিশ্বের সবচেয়ে সেক্সি পুরুষের তকমা পাবেন তা নিজেও ভেবে উঠতে পারেননি। 

Advertisement
Paul Rudd People
ছবি সূত্র – পিপল ম্যাগাজিন

[আরও পড়ুন: বিজেপি ছাড়ার দিনই তৃণমূলে যোগদানের জল্পনা উসকে দিলেন শ্রাবন্তী!]

২০২১ সালের সমীক্ষার ভিত্তিতেই নাকি পলকে এই শিরোপা দেওয়া হয়েছে। এর আগে জন লেজেন্ড, ডোয়েন জনসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস হেমসওয়ার্থ, ইদ্রিস এলবা, চান্নিং টাটুম, অ্যাডাম লিভিনের মতো তারকা এই শিরোপা পেয়েছেন। তবে পল মনে করেন তাঁর এই শিরোপা পাওয়ার খবরে অনেকেই অবাক হবেন। কারণ হলিউডের ‘চকোলেট হিরো’ হিসেবেই এতদিন পরিচিতি পেয়েছেন তিনি। এমনকী ‘অ্যান্টম্যান’ চরিত্রটিতেও হিউমারের প্রভাব রয়েছে। 

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পল জানান এই খবর শুনে প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তারপর হাসিতে লুটিয়ে পড়েন। পরে অবশ্য তিনি স্বামীর প্রশংসা করেন। এবিষয়ে সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ অভিনেতার প্রশংসা করেছেন, কেউ আবার এ খবর মানতে পারেননি। অবশ্য পল আশা করছেন এবার তাঁর ইমেজ কিছুটা হলেও পালটাবে। আর অনায়াসে তিনি জর্জ ক্লুনি, ব্র্যাড পিটদের সঙ্গে সেক্সি ডিনারে যেতে পারবেন। 

 

 

[আরও পড়ুন: এই না হলে ভাগ্য! স্বামীর দোকান থেকে লটারি কিনে রাতারাতি কোটিপতি মালবাজারের বধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement