Advertisement
Advertisement

Breaking News

Pathaan

‘টুকরে গ্যাংয়ের রানির সঙ্গে এসব কী করছেন শাহরুখ?’ দীপিকাকে খোঁচা অভিজিতের

সেন্সর বোর্ডের কাঁচির মুখেও পড়েছে শাহরুখের 'পাঠান'।

Pathaan movie jhoome jo pathan song mocked by Abhijeet Bhattacharya | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 30, 2022 12:21 pm
  • Updated:December 30, 2022 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই বিতর্কের ঝড়ে একেবারে নাজেহাল অবস্থা শাহরুখ খানের ‘পাঠান’ ছবির। আর এবার সেই বিতর্কের আগুনে আরও যেন বারুদ ঢাললেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ। আপত্তি তুললেন ‘পাঠান’ (Pathaan) ছবির দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ নিয়ে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ‘পাঠান’ (Pathaan) ছবির ‘বেশরম’ গান শুনেছেন অভিজিৎ। বিতর্কের কথাও জানেন। তবে তাঁর আপত্তি এই ছবির দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের তৈরি করা একটি ভিডিও শেয়ার করে অভিজিৎ লিখলেন, ‘শাহরুখ খানের এখন বয়স হয়েছে। আমার মনে হয় এখন শাহরুখের নিজের সম্মানকে সামলে রাখা উচিত। এসব তাঁকে আর মানায় না।’

Advertisement

তবে এখানেই থামলেন না অভিজিৎ। দীপিকা পাড়ুকোনকে টুকরে টুকরে গ্যাংয়ের রানি বলে কটাক্ষ করে অভিজিৎ বললেন, ‘শাহরুখের কী দরকার, এই টুকরে গ্যাংয়ের রানির সঙ্গে নাচ করার?’

[আরও পড়ুন: অভিষেকের পছন্দের তালিকায় অরিজিতের ৩টি গান, রয়েছে শাহরুখ-দীপিকার ‘বেশরম’ও]

প্রসঙ্গত, এবার সেন্সর বোর্ডের কড়া নজরে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’। যে ছবি নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক, সেই ছবিকে এবার সেন্সর বোর্ডের কাঁচি নিচের পড়তে হচ্ছে। ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশির কথায়, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে।

প্রসূনের কথায়, ”সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি, এর মধ্যে রয়েছে বেশরম গানও। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।”

গত ১২ নভেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ (Besharam Rang) প্রকাশ্যে আসে। তারপর থেকে তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে দেওয়া হয়ে ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। গানটির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনা হয়েছে।

শাহরুখ-দীপিকার গানটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কারও গানটি পছন্দ হয়েছে, কারও আবার বড্ড বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে শুধুই বেশরম গান নয়, অনুরাগীরা পছন্দ করেছেন ‘ঝুমে জো পাঠান’ ছবির গানটিও।

[আরও পড়ুন: শুটিং ফ্লোর থেকে উদ্ধার তুনিশার হাতে লেখা চিরকুট! কী লিখেছিলেন অভিনেত্রী? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement