Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘পাঠান দেখতে না পেলে আত্মহত্যা করব’, শাহরুখের কাছে প্রথম শোয়ের টিকিট চেয়ে কান্না ভক্তর

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’।

Pathaan mania crashes online booking site in Kolkata | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 21, 2023 4:47 pm
  • Updated:January 21, 2023 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের ‘পাঠান’ ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্য়েই অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়েছে এই ছবি। সূত্রের খবর কলকাতায় অনলাইনে দশমিনিটের মধ্য়েই সব শোয়ের টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। এমনকী, টিকিট কাটার এতটাই হিড়িক যে টিকিট কাটার অনলাইন সাইট ক্র্যাশ করছে। এমন অবস্থায় শাহরুখের অনুরাগীদের কারও কারও হাতে টিকিট থাকলেও, অনেকেই টিকিট পাননি। অনেকেই বেশ হতাশ। কারণ, তাঁরা প্রথম দিনই দেখতে চান শাহরুখের পাঠান।

সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক যুবক শাহরুখের কাছে অনুরোধ করছেন, যেভাবেই হোক পাঠান ছবির টিকিট জোগাড় করে দিতে। না হলে যুবক জানিয়েছেন তিনি আত্মহত্য়া করবেন।

Advertisement

মুক্তির আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan)। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। সেই ট্রেন্ডিংয়ে গা ভাসাতে দেখা গিয়েছে রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতাদেরও। কিন্তু এহেন পরিস্থিতিতে দলীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) পরামর্শ, ফিল্ম নিয়ে অযথা অপ্রয়োজনীয় মন্তব্য না করার। কোনও বিশেষ ছবির নাম না করলেও, বর্তমান পরিস্থিতিতে শাহরুখ-দীপিকার নতুন ছবি প্রসঙ্গেই যে মোদির এহেন পরামর্শ, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। এক সূত্রের তেমনই দাবি।

[আরও পড়ুন: ‘এমার্জেন্সি’ ছবি তৈরি করতে সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছেন! কঙ্গনার পোস্ট ঘিরে জল্পনা]

ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? সূত্রের দাবি, দিল্লিতে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”কিছু মানুষ কিছু ছবি নিয়ে বিবৃতি দিচ্ছেন। আর সেগুলো সারাদিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে।” এরপরই তাঁর নির্দেশ এই ধরনের ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ থেকে বিরত থাকার।

আসলে হালফিলের বলিউড ছবি ঘিরে শুরু হওয়া ‘বয়কট’ ট্রেন্ড ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। ‘ব্রহ্মাস্ত্র’, ‘লাল সিং চাড্ডা’র মতো ‘পাঠান’ ঘিরেও একই রকম বিতর্ক রয়েছে। বিনোদনজগতের সঙ্গে যুক্ত মানুষজন এতে উদ্বেগ প্রকাশ করেছেন। বয়কটের বাড়াবাড়ি আটকাতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কিন্তু বিতর্ক থামার লক্ষণ নেই। ছবিতে ‘বেশরম’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। শোনা যাচ্ছে, গুজরাটে ছবি রিলিজ করতে দেওয়া হবে না বলে নাকি হুমকি দিয়েছে বজরং দল। একই ভাবে মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমের অভিযোগ, সস্তা জনপ্রিয়তা পেতেই ছবিতে বিতর্ক উসকে দিয়েছেন নির্মাতারা। তাঁর হুঁশিয়ারি, হিন্দু আবেগকে অপমান করে এমন ছবি বা সিরিয়ালকে তাঁরা মহারাষ্ট্রে চলতে দেবেন না। একই ভাবে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রের ছবির ‘আপত্তিকর’ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবি ঘিরে বহুদিন ধরেই বিতর্ক দানা বেঁধেছে। ইতিমধ্যেই ছবির নির্মাতাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘পাঠান’-এর প্রধান তিন কুশীলব কিং খান-দীপিকা ও জন আব্রাহাম কোনও সাক্ষাৎকার দেবেন না আপাতত। নতুন করে কোনও বিতর্ক যাতে তৈরি না হয়, তাই এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি কলকাতায় একটি সাহিত্য উৎসবে ‘বেশরম’ গানটি সম্পর্কে মন্তব্য করেছেন পরিচালক ওনির। গানটি নিয়ে যে ধরনের আপত্তি তোলা হয়েছে, তাকে পুরুষতান্ত্রিক বলে তোপ দাগতে দেখা গিয়েছিল তাঁকে। তবে তিনি এবার জানিয়ে দিয়েছেন, গানটি তিনি ব্যক্তিগত ভাবে অতটা পছন্দ করেন না। তবে এই ধরনের সমালোচনার বিরুদ্ধে তিনি সরব হবেনই বলে জানিয়েছেন পরিচালক।

[আরও পড়ুন: কেন ২৫ জানুয়ারি ‘পাঠান’ রিলিজ করছেন শাহরুখ খান? জানালেন বিশিষ্ট জ্যোতিষী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement