Advertisement
Advertisement

সমাজসেবায় ব্যয় করা হবে পারভিনের সম্পত্তির ৮০%

জুনাগড়ের বাবি সম্প্রদায়ের পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণকাজ চালানো হবে পারভিনের সম্পত্তির ৮০ শতাংশ ব্যবহার করে৷

Parveen Babi’s 80% property will go for the help of society
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 11:40 am
  • Updated:January 17, 2020 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদা জনপ্রিয় অভিনেত্রী তাঁর সম্পত্তি দান করে দিলেন দরিদ্রদের জন্য৷ সিনেমায় এমন হামেশাই দেখা যায়৷ কিন্তু ‘রিয়েল লাইফে’ এমন নজির বিরল৷ এমন বিরল কাজটিই মৃত্যুর আগে করে গিয়েছিলেন অভিনেত্রী পারভিন ববি৷ মৃত্যুর ১১ বছর পর আইনি বাধা কাটিয়ে সফল হতে চলেছে তাঁর স্বপ্ন৷

এগারো বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের ইতি হল৷ বম্বে হাই কোর্ট জানিয়ে দিল, প্রয়াত অভিনেত্রী পারভিন ববির করে যাওয়া উইল বৈধ৷ ২০০৫ সালে অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর মামা, মুরাদখান ববি (৮২) ওই উইল আদালতে পেশ করেছিলেন৷ তাঁর দাবি ছিল, ২০০২ সালে ওই উইল তৈরি করেছিলেন পারভিন৷ কিন্তু অভিনেত্রীর বাবার পরিবারের সদস্যরা সেটির বিরোধিতা করেন৷ তাঁদের বক্তব্য ছিল, উইলটি নকল৷ দু’পক্ষের বাদানুবাদে বিষয়টির এতদিন মীমাংসা হয়নি৷ কিন্তু গত সপ্তাহে পারভিনের বাবার পরিবারের সদস্যরা তাঁদের দাবি প্রত্যাহার করে নেওয়ায় মুরাদখানের পেশ করা উইলটির সত্যতা নিয়ে সংশয়ের আর কোনও অবকাশ নেই৷ উইল অনুযায়ী এবার প্রয়াত এই বলিউড অভিনেত্রীর সম্পত্তির ৮০ শতাংশ অংশ ব্যয় করা হবে জুনাগড়ের বাবি সম্প্রদায়ের পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণে৷ বাকি ২০ শতাংশ পাবেন মামা মুরাদ খান৷

Advertisement

কী কী রয়েছে পারভিনের সম্পত্তির তালিকায়? রয়েছে জুহুতে ‘সি-ফেসিং’ বাংলো, জুনাগড়ের একটি হাভেলি, অলংকার, ব্যাঙ্কে জমিয়ে রাখা অন্তত ২০ লক্ষ টাকা এবং অন্যান্য গচ্ছিত সম্পদ৷ পারভিনের (৫৬) সম্পত্তির ৮০ শতাংশ ব্যবহার করা হবে একটি ট্রাস্ট গড়তে৷ এই ট্রাস্টের অর্থেই জুনাগড়ের বাবি সম্প্রদায়ের পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণকাজ চালানো হবে৷ এর ম্যানেজিং ট্রাস্টি ও সভাপতির পদ সামলাবেন মুরাদখান৷ ট্রাস্টের তহবিলে দশ শতাংশ অর্থ দেওয়া হবে আমেদাবাদের সেন্ট জেভিয়ার্স কলেজকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement