সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের খপ্পরে অভিনেত্রী পার্ণো! তবে বাস্তবে নয়, ছবিতে। পার্ণো-ঋত্বিকের আগামী ছবিতে এমনটাই ঘটতে চলেছে। শুটিং শুরু হবে চলতি মাসের ২৪ তারিখ থেকে। ভূতুড়ে গল্প। তার সঙ্গে থ্রিলারের মারপ্যাঁচ! গল্প শুনেই মনে হল জমবে বইকী! দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড‘-এর ট্রেলার। এবার প্রকাশ্যে এল তাঁর আরেক নতুন ছবির গল্প। তা কেমন হবে হরনাথ চক্রবর্তীর পরবর্তী হরর-থ্রিলার ছবি?
[আরও পড়ুন: নতুন ভাষা শিখছেন সানি লিওনে, নেপথ্যের কারণ জানেন?]
এক স্বামী-স্ত্রীর গল্প। এই স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী এবং পার্ণো মিত্র। ‘আহারে মন’-এর পর ফের জুটি বাঁধছেন তাঁরা। একান্তে সময় কাটানোর জন্য তাঁরা চলে যান কালিম্পংয়ে। স্ত্রী পেশায় শিক্ষিকা। স্বামীর জেদাজেদিতেই অবশ্য নিরিবিলি জায়গায় যেতে বাধ্য হন স্ত্রী। কারণ, স্বামী পেশায় চিত্রনাট্য লেখক। নতুন গপ্পো ফাঁদার জন্যই তাঁর কিছুদিন একান্তে সময় কাটানো দরকার। তবে, পাহাড়ে পা রাখা মাত্রই বিপদ ঘিরে ফেলে তাঁদের। আসলে যেই বাড়িতে দম্পতি গিয়ে ওঠেন, সেটি আদতে এক হানাবাড়ি। বাড়ির নাম টিমথি হাউস। উত্তরবঙ্গের পাহাড় চত্বরে মর্গান হাউসকেই আসলে সবাই হানাবাড়ি বলে জানে। তাই এই বাড়ির নাম অনুযায়ী পরিচালক তাঁর গল্পের বাড়িটিকে নাম দিয়েছেন টিমথি হাউস। ফেরা যাক, ছবির গল্প প্রসঙ্গে। গল্পে পার্ণোর চরিত্রটি আবার প্রচণ্ড ভূতে ভয়। তো সেই হানাবাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই দম্পতি উপলব্ধি করতে পারেন নানারকম ভূতুড়ে কাণ্ডকারখানা। এর মধ্যেই ঘটে যায় অঘটন। খুন হয়ে যান স্ত্রী পার্ণো। সেই খুনের কিনারা করার জন্য ঋত্বিক চক্রবর্তী ডেকে আনেন এক পুলিশ অফিসারকে। এখান থেকেই ঘোরে গল্পের মোড়। রয়েছে প্রচর টুইস্টও।
[আরও পড়ুন:পুরোদস্তুর অন্য অবতারে ধরা দিলেন জিৎ, প্রকাশ্যে নতুন ছবির টিজার]
পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। দীর্ঘদিন পর হরনাথের হাত ধরে বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। এর আগেও অবশ্য পরিচালকের নারায়ণ সান্যালের ‘হরিপদ কেরানি’ গল্প অবলম্বনে তৈরি ‘কাঁটায় কাঁটায়’ ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। তবে, সেই ছবি মুক্তি পায়নি। এছাড়াও, ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা মণ্ডল এবং সোহম মজুমদার। ছবির গল্প হরনাথপুত্র হিন্দোল চক্রবর্তীর মস্তিষ্কপ্রসূত। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুপ্রিয় দত্ত এবং সম্পাদনা করবেন সুজয় দত্তরায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.