Advertisement
Advertisement
Parineeti Chopra

‘আমরা দু’জনে অনেকটাই আলাদা, তবুও…’ রাঘবের সঙ্গে বাগদান নিয়ে প্রতিক্রিয়া পরিণীতির

শনিবার রাঘবের সঙ্গে বাগদান সারেন পরিণীতি।

Parineeti Chopra's new instagram post goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 15, 2023 5:42 pm
  • Updated:May 15, 2023 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার গুঞ্জন রটলেও, রাঘবের সঙ্গে যে চুটিয়ে প্রেম করছিলেন পরিণীতি চোপড়া। তা একটি বারও মুখ ফুটে স্বীকার করেননি। অবশেষে শনিবার আংটি বদল হতেই প্রকাশ্যে রাঘনীতির প্রেম! আর এবার প্রথম বাগদান ও রাঘবের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে আত্মীয়-পরিজন, সহকর্মী ও বিশেষ করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন পরি।

সোশ্য়াল মিডিয়ায় পরিণীতি লিখলেন, আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সকলের, তা দেখে সত্য়িই আপ্লুত আমি ও রাধব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]

পরিণীতির কথায়, ”আমরা দুজনেই পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। একেবারে বিপরীতধর্মী কর্মক্ষেত্র থেকে এসেছি। তবে আমাদের সম্পর্ক খুব অটুট। আর এই কারণেই খুব বড় পরিবারকে পেয়েছি আমরা। যা কিনা আমাদের সম্পর্কের ভিত।”

এটাতেই থামলেন না পরিণীতি। এই পোস্টে সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানালেন বলিউড অভিনেত্রী। পরিণীতি লিখলেন, ”সংবাদমাধ্যমের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। গোটা দিন আমাদের সঙ্গে থেকেছেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement