Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra

চলতি মাসেই রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির বাগদান! প্রস্তুতি চলছে জোরকদমে

দিল্লিতেই হবে বাগদান অনুষ্ঠান।

Parineeti chopra to have intimate engagement with aap leader raghav chadha| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 4, 2023 9:02 am
  • Updated:April 4, 2023 9:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন এগোচ্ছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। কিন্তু বলিউড ও রাজনীতির এই নতুন জুটি কিন্তু এ ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছে। হাজার প্রশ্ন করলেও, বিয়ে নিয়ে তাঁরা কিন্তু কিছুই বলছেন না। তবে ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এপ্রিলেই নাকি বাগদান সেরে ফেলেছেন পরিণীতি ও রাঘব। খবর অনুযায়ী, দিল্লিতেই নাকি হবে বাগদানের অনুষ্ঠান।

আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Pariniti Chopra) বিয়ে নিয়ে তুমুল গুঞ্জন বলিপাড়ায়। একসঙ্গে মুম্বইয়ের নানা জায়গায় রাঘব ও পরিণীতিকে দেখা গেলেও, বিয়ে নিয়ে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। ঠিক এই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল পরিণীতির এক পুরনো ভিডিও। যেখানে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। এমনকী, ভিডিওতে জানিয়ে ছিলেন তিনি কোনওদিনই কোনও রাজনীতিককে বিয়ে করবেন না!

Advertisement

[আরও পড়ুন: মধুমিতার নতুন গাড়িতে মদন মিত্র! অভিনেত্রীর সঙ্গে কোথায় চললেন বিধায়ক? ]

হ্যাঁ, ঠিক এমনটাই বলেছিলেন পরিণীতি। একটি ছবির প্রচারেই এই মন্তব্য করতে শোনা যায় পরিণীতিকে। তাঁর কথায়, নেতাদের একেবারেই তাঁর পছন্দ নয়। তাই নেতাদের কখনই তিনি বিয়ে করবেন না। এই ভিডিও ভাইরাল হতেই উঠছে প্রশ্ন। তাহলে কী মন বদলে গেল পরিণীতির! সে উত্তরও অধরা।

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ।

[আরও পড়ুন: ‘বাবা সাহায্য করলে নামকরা গায়ক হতাম!’, বিস্ফোরক কুমার শানুর ছেলে জান কুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement