Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra

স্বামীকে ফেলে মালদ্বীপের সৈকতে উষ্ণ মেজাজে পরিণীতি চোপড়া, ছবি তুলল কে?

অভিনেত্রী নিজেই ছবি আপলোড করে ফাঁস করেছেন তথ্য।

Parineeti Chopra shares picture from Maldives, who is the photographer? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 16, 2023 8:26 pm
  • Updated:October 16, 2023 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের একমাসও হয়নি। এর মধ্যেই স্বামীকে ফেলে মালদ্বীপের সৈকতে পাড়ি দিয়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সেখানে আবার কালো বিকিনি টপে উষ্ণতা ছড়িয়েছেন। কিন্তু ছবি তুলেছেন কে?

Parineeti Chopra

Advertisement

উত্তর অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরি আর ছবির ক্যাপশনেই দিয়ে দিয়েছেন। যে সময় হানিমুন অর্থাৎ মধুচন্দ্রিমায় যাওয়ার কথা সে সময় গার্লস ট্রিপে গিয়েছেন পরিণীতি। আর ইনস্টাগ্রাম স্টোরিতে চায়ের কাপ ধরা হাতের ছবি দিয়ে একথাই জানিয়েছেন। আর সৈকতের ধারেই সুইমিং পুলের জলে দাঁড়িয়ে যে ছবি পরিণীতি তুলেছেন, তার ফটোগ্রাফার ননদ। হ্যাঁ, স্বামী নয় ননদের সঙ্গেই এই গার্লস ট্রিপে গিয়েছেন বলিউডের ‘ইশকজাদে গার্ল’।

Parineeti-Chopra-1

[আরও পড়ুন: লুটিয়ে পড়েছে রানির শাড়ির আঁচল, এই কাজটি করলেন শাহরুখ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

চলতি বছরের মার্চ মাসে পরিণীতি আর রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শোনা যায়। অল্প দিনের মধ্যেই আংটিবদল করে ফেলেন দু’জনে। ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে হয়েছিল আয়োজন। গত মাসের ২৪ তারিখ উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি-রাঘব। নাচতে নাচতে দু’জনে গিয়েছিলেন মণ্ডপে। এমন ভিডিও দেখা গিয়েছে।

Raghav-Parineeti-new

বিয়ের মণ্ডপে প্রেম প্রকাশে কোনও কার্পণ্য করেননি ‘বিন্দাস ব্রাইড’ পরিণীতি। যখনই ইচ্ছে হয়েছে, ভালবাসার চুম্বন উপহার দিয়েছেন রাঘবকে। বিয়ের পরদিন বেলা গড়াতেই উদয়পুরের লীলা প্যালেস ছাড়েন রাঘব-পরিণীতি। সেখানেও জিনস-টপে সাবলীল ছিলেন পরিণীতি। দিল্লি পৌঁছে অবশ্য হলুদ রঙের চুড়িদার পরেন পরিণীতি। রাঘবের পরনে তখন ছিল পাঞ্জাবি আর হাফকোর্ট। তারকা যুগলের রিসেপশন এখনও হয়নি।

[আরও পড়ুন: পুজোর প্রাপ্তি! ‘মিতিন মাসি’ কোয়েলের সঙ্গে দেখা রোনাল্ডিনহোর, উচ্ছ্বসিত অনুরাগীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement